দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
২১৪. যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?
ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার
গ. আরপানেট ঘ. ফ্রিল্যান্সার
উত্তর :ঘ. ফ্রিল্যান্সার
২১৫. কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?
ক. ফ্রিল্যান্সিং খ. কল সেন্টারের চাকরি
গ. শিক্ষা প্রদান ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং
উত্তর: ক. ফ্রিল্যান্সিং
২১৬. ফ্রিল্যান্সারদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষায় ভালো দক্ষতা অর্জন প্রয়োজন?
ক. বাংলা খ. ফার্সি
গ. ইংরেজি ঘ. আরবি
উত্তর :গ. ইংরেজি
২১৭. চাকরির বাজারে কোন ধরনের চাকরির অবস্থান তুলনামূলকভাবে ভালো?
ক. কল সেন্টার খ. কম্পিউটার নেটওয়ার্ক
গ. ডেটা এন্ট্রি অপারেটর ঘ. মোবাইল ইঞ্জিনিয়ারিং
উত্তর :খ. কম্পিউটার নেটওয়ার্ক
২১৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কতগুণ হবে বলে মনে করা হচ্ছে?
ক. তিনগুণ খ. দশগুণ
গ. দ্বিগুণ ঘ. হাজার গুণ
উত্তর :গ. দ্বিগুণ
২১৯. আইসিটিকে এড়িয়ে যাওয়া অসম্ভব-
র. কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দেওয়ার জন্য
রর. নিজেই একটি প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে
ররর. নিজের উন্নত ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২২০. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিশেষায়িত কাজ বলতে বোঝায়-
র. প্রোগ্রামিং
রর. অফিস সফটওয়্যার
ররর.ওয়েবসাইট বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
২২১. যে সকল কাজের চাহিদা দিন দিন বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে-
র. প্রোগ্রামিং রর.ওয়েবসাইট হ্যাকিং
ররর. কম্পিউটারের নিরাপত্তা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
২২২. আইসিটিভিত্তিক ক্যারিয়ার হলো-
র. কল সেন্টার রর. ডেটা কমিউনিকেশন
ররর. রোবটিক ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
২২৩. শাহীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চায়। এক্ষেত্রে সে যে পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে-
র. কম্পিউটার সায়েন্স
রর. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
ররর. অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ঘ. র, রর ও ররর
২২৪. কম্পিউটার প্রোগ্রাম দিয়ে তৈরি করা সম্ভব-
র. বিভিন্ন ধরনের সফটওয়ার
রর. স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস
ররর. অতি উন্নতমানের এয়ারকন্ডিশন
নিচের কোনটি সঠিক?
ক.র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
২২৫. বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও-
র. প্রোগ্রামিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে
রর. সবকিছু কম্পিউটারাইজড হচ্ছে
ররর. সফটওয়্যারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২২৬. প্রযুক্তির প্রভাবে ভবিষ্যতে অফিসে বসেই নিয়ন্ত্রণ করা যাবে-
র. ঘরের এয়ারকন্ডিশন রর. ঘরের রেফ্রিজারেটর
ররর. ঘরের টিভি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২২৭. মানুষের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোর-
র. আকৃতি ছোট হয়ে আসছে
রর. কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে
ররর. কর্মপরিধি কমে আসছে
নিচের কোনটি সঠিক?
ক.র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ক. র ও রর
২২৮. আমাদের দেশের ভালো প্রোগ্রামাররা দেশে বসেই বিশ্বখ্যাত যেসব কোম্পানিতে কাজ করছেন-
র. গুগল রর. ইনটেল ররর. মাইক্রোসফট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
২২৯. পেশা হিসেবে কম্পিউটার প্রোগ্রামিং-এর-
র. আলাদা একটি গুরুত্ব আছে
রর. মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে
ররর. কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কাজ করার সুবিধা হলো-
র. অফিসে না গিয়েই কাজ করার সুযোগ রয়েছে
রর. প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে
ররর. নামকরা সফটওয়্যার কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়