মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

হোয়াইট হাউস :ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

সানফ্রান্সিসকো : প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত আমেরিকার একটি বিখ্যাত বন্দর।

নাসা : যুক্তরাষ্ট্রে অবস্থিত। মহাশূন্য গবেষণা কেন্দ্র।

টেক্সাস :যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য। সর্বাধিক তুলা উৎপাদকারী অঞ্চল।

পার্ল হারবার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। গুরুত্বপূর্ণ মার্কিন নৌ ও বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই ঘাঁটিটিতে প্রথম বোমা হামলা চালিয়েছিল।

হলিউড :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। চলচ্চিত্র শিল্পের জন্য বিখ্যাত।

স্ট্যাচু অব লিবার্টি :নিউইয়র্কে অবস্থিত। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক। ফ্রান্স এটি উপহার দেয়।

এম্পায়ার স্টেট : নিউইয়র্কে অবস্থিত। পৃথিবীর অন্যতম উঁচু বিল্ডিং।

ওভাল অফিস : ওয়াশিংটন ডিসিতে অবস্থিত; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়।

বেস্নয়ার হাউজ : ওয়াশিংটন ডিসিতে অবস্থিত; যুক্তরাষ্ট্রের সরকারি অতিথি ভবন।

পেন্টাগন :ওয়াশিংটন ডিসিতে অবস্থিত; যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।

কানাডা

ভ্যাঙ্কুবার : প্রশান্ত মহাসাগরে অবস্থিত পশ্চিম কানাডার প্রধান দরিদ্র ও শিল্প শহর।

আর্জেন্টিনা : বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার রাজধানী ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর ও বন্দর।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ

ফকল্যান্ড : আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূলে অবস্থিত; ব্রিটেনের অধীনস্থ। আর্জেন্টিনার সঙ্গে ব্রিটেনের এই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে।

কলম্বিয়া :বোগোতা কলম্বিয়ার রাজধানী। যা পৃথিবীর উচ্চতম রাজধানী হিসেবে খ্যাত।

ব্রাজিল

রিও ডি জেনিরো :ব্রাজিলের প্রধান শিল্প নগরী ও বন্দর। প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়।

উরুগুয়ে : মন্টিভিডিও উরুগুয়ের রাজধানী। প্রধান শহর ও বন্দর।

ইকুয়েডর :কোটোপাক্স ইকুয়েডরে অবস্থিত একটি জ্বলন্ত আগ্নেয়গিরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে