মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

খুবিতে কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
খুবিতে কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সেবা দিতে প্রতিশ্রম্নতি (সিটিজেন চার্টার) ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যগুলোর বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কর্মশালার

আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুলস্নচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে ২৪ ডিসেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ইউজিসির সচিব ডক্টর ফেরদৌস জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ কমিটির সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাসংক্রান্ত কমিটির

ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে সেবা দেওয়ার প্রতিশ্রম্নতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির সিটিজেন চার্টারবিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-পরিচালক মো. আব্দুল আলীম, ইউজিসির অভিযোগ প্রতিকার ব্যবস্থাবিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-পরিচালক মৌলি আজাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার

বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার মো. আব্দুলস্নাহ আল মামুন এবং এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার এস এস আবু নাসের ফারুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে