দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০

আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
১৮৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? ক. মোবাইল খ. কম্পিউটার গ. অ্যাপস ঘ. ইন্টারনেট উত্তর :খ. কম্পিউটার ১৯০. কোন ক্ষেত্রে কম্পিউটার শ্রেষ্ঠ স্থানটি দখল করে আছে? ক. ইন্টারনেট খ. সামাজিক যোগাযোগ মাধ্যম গ. তথ্য প্রযুক্তি ঘ. ই-বুক উত্তর :গ. তথ্য প্রযুক্তি ১৯১. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার? ক. কম্পিউটার খ. ওয়েবসাইট নির্মাণ গ. ইন্টারনেট ঘ. আইসিটি উত্তর :ঘ. আইসিটি ১৯২. মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার? ক. রোবোটিক খ. তথ্য প্রযুক্তি গ. আর্কিটেকচার ঘ. ইন্টারনেট উত্তর :খ. তথ্য প্রযুক্তি ১৯৩. আইসিটিতে মোট কতটি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে? ক. শত শত খ. পঞ্চাশটি গ. হাজার হাজার ঘ. একশটি উত্তর :গ. হাজার হাজার ১৯৪. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার? ক. ওঈঞ খ. রোবোটিক গ. ব্যবসা ঘ. ইন্টারনেট উত্তর :ক. ওঈঞ ১৯৫. বর্তমানে কোন ক্ষেত্রটির চাহিদা সবচেয়ে বেশি? ক. গ্রাফিক্স ডিজাইন খ. ইন্টারনেট গ. কল সেন্টার ঘ. প্রোগ্রামিং উত্তর : ঘ. প্রোগ্রামিং ১৯৬. প্রোগ্রাম তৈরি করা হয় কী দিয়ে? ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার গ. ইন্টারনেট ঘ. অ্যাপস উত্তর :খ. সফটওয়্যার ১৯৭. স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমের করা? ক. স্মার্ট ফোন খ. কম্পিউটার গ. প্রোগ্রামিং ঘ. নেটওয়ার্ক উত্তর :গ. প্রোগ্রামিং ১৯৮. অ্যাপস মূলত কী? ক. হার্ডওয়্যার খ. কম্পিউটার অ্যাপিস্নকেশন গ. সফটওয়্যার ঘ. ইন্টারনেট উত্তর :গ. সফটওয়্যার ১৯৯. প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিম্নের কোনটি তৈরি করা হয়? ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. নেটওয়ার্ক ঘ. মোবাইল অ্যাপস উত্তর :ঘ. মোবাইল অ্যাপস ২০০. মোবাইল ডিভাইসের মাধ্যমে ভবিষ্যতে কোন কাজটি করা যাবে? ক. মানুষের রোগ নির্ণয় খ. গান শোনা গ. কথা বলা ঘ. পেস্নন চালানো উত্তর :ক. মানুষের রোগ নির্ণয় ২০১. ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে? ক. নেটওয়ার্কের মাধ্যমে খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে গ. মোবাইলের মাধ্যমে ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে উত্তর : ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ২০২. কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ক. নেটওয়ার্ক খ. অপটিক্যাল ফাইবার গ. ইলেক্ট্রনিক ডিভাইস ঘ. মাল্টিমিডিয়া উত্তর :গ. ইলেক্ট্রনিক ডিভাইস ২০৩. বর্তমানে কোন সাইটে প্রোগ্রামিং করার বিশাল সুযোগ রয়েছে? ক. ফেসবুকে খ. ই-মেইল সাইটে গ.ফ্রিল্যান্সিং সাইটে ঘ. টুইটারে উত্তর :গ. ফ্রিল্যান্সিং সাইটে ২০৪. মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান? ক. গেম নির্মাণ প্রতিষ্ঠান খ. সফটওয়্যার প্রতিষ্ঠান গ. হার্ডওয়্যার প্রতিষ্ঠান ঘ. কারখানা উত্তর :খ. সফটওয়্যার প্রতিষ্ঠান ২০৫. ফেসবুক কী? ক. ই-মেইল খ. সামাজিক যোগাযোগের মাধ্যম গ. ফ্রিল্যান্সিং সাইট ঘ. তথ্য খোঁজার সাইট উত্তর :খ. সামাজিক যোগাযোগের মাধ্যম ২০৬. সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রামিং গ. কল সেন্টার ঘ. ইন্টারনেট উত্তর :খ. প্রোগ্রামিং ২০৭. তথ্যপ্রযুক্তির পেশা হিসেবে কোনটির আলাদা একটি গুরুত্ব আছে? ক. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং খ. মোবাইল কমিউনিকেশন গ. ইন্টারনেট ঘ. প্রোগ্রামিং উত্তর:ঘ. প্রোগ্রামিং ২০৮. গুগল কী ধরনের নির্মাতা প্রতিষ্ঠান? ক. অফিস সফটওয়্যার খ. সফটওয়্যার গ. সামাজিক যোগাযোগের মাধ্যম ঘ. হার্ডওয়্যার উত্তর :খ. সফটওয়্যার ২০৯. বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে কোনটি? ক. ডেটা খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ. কম্পিউটার ঘ. প্রোগ্রামিং উত্তর :খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২১০. কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়? ক. টেলিভিশন খ. প্রোগ্রামিংয়ের গ. ইন্টারনেট ঘ. রেডিও উত্তর :গ. ইন্টারনেট ২১১. কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে কী বলে? ক. অডিটসোর্সিং খ. ফ্রিল্যান্সার গ. প্রোগ্রামিং ঘ. নেটওয়ার্কিং উত্তর :ক. অডিটসোর্সিং ২১২. কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়? ক. ব্যাংকিং খ. ফ্রিল্যান্সিং গ. প্রোগ্রামিং ঘ. ব্যবসায়-বাণিজ্য উত্তর :খ. ফ্রিল্যান্সিং ২১৩. শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে? ক. ইন্টারনেট খ. ফ্রিল্যান্সিং গ. মোবাইল ঘ. কম্পিউটার উত্তর :খ. ফ্রিল্যান্সিং হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়