বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা

জোহান্সবার্গ :দক্ষিণ আফ্রিকার বিখ্যাত শহর। স্বর্ণ খনির জন্য বিখ্যাত

কিম্বার্লি :দক্ষিণ আফ্রিকায় অবস্থিত হীরক খনির জন্য বিখ্যাত।

ইথিওপিয়া

আদ্দিস আবাবা : ইথিওপিয়ার রাজধানী। জাতিসংঘের অর্থনৈতিক পরিষদের সদর দপ্তর এখানে অবস্থিত।

লিবিয়া

আজিজিয়া :লিবিয়ায় অবস্থিত। পৃথিবীর উষ্ণতম স্থান।

বেনগাজি : লিবিয়ায় অবস্থিত উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর

সেনেগাল

ডাকার :সেনেগালের রাজধানী। পশ্চিম আফ্রিকার প্রধান সমুদ্রবন্দর

অ্যাঙ্গোলা

লুয়ান্ডা :অ্যাঙ্গোলার রাজধানী।

সেন্ট হেলেনা

সেন্ট হেলেনা : আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ। ওয়াটার লুর যুদ্ধে পরাজিত নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।

জাঞ্জিবার :আফ্রিকার তাঞ্জানিয়ার একটি বিখ্যাত বন্দর

গাহারা :উত্তর আফ্রিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম মরুভূমি (আলজেরিয়া, চাঁদ, মিশর, ইরিত্রিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিশিয়া ও পশ্চিম সাহারায় অবস্থিত)।

মার্কিন যুক্তরাষ্ট্র

ব্রডওয়ে : নিউইয়র্কে অবস্থিত। নাট্যশালা, সিনেমা হলের জন্য বিখ্যাত। বিশ্বের প্রশস্ততম রাস্তা এখানে অবস্থিত।

কেপকেনেডি : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত। মহাশূন্য উৎক্ষেপণ কেন্দ্র ও নাসার সদর দপ্তর। এর বর্তমান নাম কেপ-ক্যান ভেরাল।

ইন্ডিপেন্ডেন্স হল :যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত। ১৭৭৬ সালে এখান থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা করা হয়।

ওয়ালস্ট্রিট :নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত বিল্ডিং। শেয়ারবাজারের জন্য বিখ্যাত। ১১ সেপ্টেম্বর ২০০১ সালে এটি ধ্বংস হয়।

ফ্লাশিং মিডোস :নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সভাস্থল।

ইয়েলো স্টোন :যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ পার্ক।

পিটসবার্গ :পেনসিলভানিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম লোহা ও ইস্পাত কেন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে