রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২০ জুলাই ২০১৮, ০০:০০
গণিত
গণিত

প্রথম অধ্যায়

১। গুণ্য ´ গুণক = কী?

উত্তর : গুণফ

২। গুণফল নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : গুণফল = গুণ্য ´ গুণক

৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর : গুণক

৪। গুণ্য নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : গুণফল গু গুণক

৫। গুণক নিণের্য়র সূত্রটি লিখ।

উত্তর : গুণফল গু গুণ্য

৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?

উত্তর : গুণফল

৭। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর : গুণক

৮। কোনো সংখ্যাকে ‘০’ (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে?

উত্তর : শূন্য (০)

৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?

উত্তর : ১০২৬৯৫

১০। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত?

উত্তর : ৩

১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত?

উত্তর : ৮

১২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর : গুণ্য

১৩। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবতর্ন হয় না?

উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে

১৪। গুণফল বের করতে হলে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়?

উত্তর : ´

১৫। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে?

উত্তর : ১ দ্বারা

১৬। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে?

উত্তর : গুণ করে

১৭। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?

উত্তর : ৩টি ধাপে

১৮। এমন তিনটি সংখ্যা বের কর যাদের গুণফল ও যোগফল সমান।

উত্তর : ১, ২ ও ৩

১৯। ৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে?

উত্তর : ১০

২০। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?

উত্তর : ১১০০৮৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে