বাংলা

চতুর্থ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। চ) খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে এবং ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? উত্তর : খুকির কাজলা দিদি ফুল, পাখি ইত্যাদি ভালো বাসত। শিউলি গাছের তল ভুঁইচাঁপায় ভরে গেছে। মা যেন পুকুর থেকে জল আনতে গিয়ে ভুলে তা না মাড়ান-খুকি তাকে সে ব্যাপারে সাবধান থাকতে বলেছে। ডালিম গাছের ডালের ফাঁকে একটি বুলবুলি পাখি লুকিয়ে থাকে। মা ফল ছিঁড়তে গেলে পাখিটি ভয় পেয়ে উড়ে যেতে পারে। তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। সঠিক উত্তরটি লিখ। ১) দিদির কথা উঠলে মা- ক. খুশি হন খ. বিরক্ত হন গ. কষ্ট পান ঘ. লুকিয়ে থাকেন ২) শিউলি গাছের তল কিসে ভরে গিয়েছে? ক. নেবুতে খ. জোনাকি পোকায় গ. ভুঁইচাঁপাতে ঘ. শিউলি ফুলে ৩) ছোট্ট বোনটি সবসময় অপেক্ষায় থাকে- ক. দিদির জন্য খ. জোনাই জ্বলার জন্য গ. বুলবুলির জন্য ঘ. ভুঁইচাঁপা ফোটার জন্য নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর। চাঁদ, আঁচল, চুপটি, একলা। উত্তর : শব্দ - বাক্য চাঁদ - আকাশে কী সুন্দর চাঁদ উঠেছে! আঁচল - মা আঁচল দিয়ে মুখ মুছলেন। চুপটি - বিড়ালটি চুপটি করে বসে আছে। একলা - একলা ঘরে ভালো লাগে না। শূন্যস্থান পূরণ কর। ক) ভুঁইচাঁপাতে ভরে গেছে গাছের তল। খ) ফুলের গন্ধে আসে না। গ) মাথার উপর চাঁদ উঠেছে ওই। ঘ) কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? ঙ) দিস না তারে মা গো, ছিঁড়তে গিয়ে ফল। উত্তর : ক) শিউলি খ) ঘুম গ) বাঁশবাগানের ঘ) দিদির ঙ) উড়িয়ে। নিচের বানানগুলো শুদ্ধ করে লেখ। ভুঁইচাঁপা, ঝিঁঝিঁ, সারাক্ষণ, মুহূর্ত, জোনাঈ। উত্তর : ভুল বানান - শুদ্ধ বানান ভুঁইচাপা - ভুঁইচাঁপা ঝিঁঝিঁ - ঝিঁঝি সারাক্ষন- সারাক্ষণ মুহুর্ত -মুহূর্ত জোনাঈ -জোনাই নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লেখ। ঢাকো, ভুঁইচাঁপা, উঠেছে, জ্বলে, ঘুম। উত্তর : মূল শব্দ - পদ ঢাকো - ক্রিয়া ভুঁইচাঁপা - বিশেষ্য উঠেছে - ক্রিয়া জ্বলে - ক্রিয়া ঘুম - বিশেষ্য বুঝিয়ে লেখ বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? উত্তর : আলোচ্য চরণ দুটি যতীন্দ্রমোহন বাগচী রচিত 'কাজলা দিদি' কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কাজলা দিদির প্রতি ছোট্ট শিশুমনের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। ছোট্ট শিশুটি মৃতু্যর মানে বোঝে না। তাই সে হারিয়ে যাওয়া কাজলা দিদিকে সারাদিন খুঁজে ফেরে। মায়ের কাছে কাজলা দিদি কোথায় আছে তা জানতে চায়। সহোদর বোনের প্রতি ছোট্ট শিশুটির হৃদয়ের টানের দিকটি ফুটে উঠেছে লাইন দুটিতে। নিচের কবিতাংশটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই; মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো, আমি ডাকি, ু তুমি কেন চুপটি করে থাকো? ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল; দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল! সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১) বাঁশবাগানের মাথার ওপর কী দেখা যাচ্ছে? (ক) ঘুড়ি (খ) চাঁদ (গ) সূর্য (ঘ) পাখি ২) কাজলা দিদি ছোট বোনটিকে কী শোনাত? (ক) কবিতা (খ) ছড়া (গ) গল্প (ঘ) কৌতুক ৩) খাবার খেতে এলে মেয়েটির মনে পড়ে- (ক) মায়ের কথা (খ) দিদির কথা (গ) নেবুর কথা (ঘ) জলের কথা ৪) মেয়েটির ঘুম আসে না- (ক) জোনাকির আলোর কারণে (খ) চাঁদের আলোর কারণে (গ) ফুলের সুবাসের কারণে (ঘ) দিদির জ্বালাতনের কারণে ৫) অনুচ্ছেদে প্রকাশিত হয়েছে- (ক) নানা ধরনের ফুলের পরিচয় (খ) মায়ের প্রতি ভালোবাসা (গ) জোছনা রাতের প্রকৃতির বর্ণনা (ঘ) বোনের প্রতি ভালোবাসা উত্তর : ১) (খ) চাঁদ ২) (খ) ছড়া ৩) (খ) দিদির কথা ৪) (গ) ফুলের সুবাসের কারণে ৫) (ঘ) বোনের প্রতি ভালোবাসা। ২. নিচের শব্দগুলোর অর্থ লেখ। নেবু, শোলক, জোনাই, দিদি, চুপটি। উত্তর : শব্দ অর্থ নেবু - লেবু। শোলক - ছোট পদ। জোনাই - জোনাকি পোকা। দিদি - বড় বোন। চুপটি - একেবারে নীরব। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ। ক) কোথায় থোকায় থোকায় জোনাই জ্বলে? উত্তর : পুকুর ধারে আর নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে। খ) দিদির কথা জিজ্ঞেস করলে মা চুপটি করে থাকেন কেন? উত্তর :দিদি সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কিন্তু ছোট বোনটি সেটি বুঝতে পারেনি। মাকে দিদির কথা জিজ্ঞেস করলে তিনি কষ্টে কোনো কথা বলতে পারেন না। তাই মা চুপটি করে থাকেন। গ) মেয়েটি তার মাকে কোন ব্যাপারে সাবধান থাকতে বলেছে? উত্তর : মেয়েটি তার মাকে বলেছে পুকুর থেকে জল আনার সময় মা যেন সাবধান থাকেন। তা না হলে মা শিউলি গাছের নিচে জন্ম নেয়া ভুঁইচাঁপাগুলো ভুলে মাড়িয়ে দিতে পারেন। কবিতাংশটির মূলভাব লেখ। উত্তর :ছোট্ট বোনটির সবসময়ের খেলার সাথি ছিল তার কাজলা দিদি। দিদি যে সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে তা সে বোঝে না। তাই সে দিদিকে সারাটি দিন খুঁজে ফেরে। মাকে বার বার জিজ্ঞেস করে দিদির কথা। কিন্তু মা তার কোনো জবাব দিতে পারেন না। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়