নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৫৩। 'প্রভাতফেরি' কথাটির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির? ক) ১৭ জানুয়ারি খ) ২১ ফেব্রম্নয়ারি গ) ৭ মার্চ ঘ) ১৭ এপ্রিল উত্তর :(খ) ২১ ফেব্রম্নয়ারি ৫৪। কীসের প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবলভাবে নাড়া দিয়েছিল? ক) বাঙালির মর্যাদার প্রতি খ) বাঙালির সংস্কৃতির প্রতি গ) লাহোর প্রস্তাবের প্রতি ঘ) মাতৃভাষা বাংলার প্রতি উত্তর :ঘ) মাতৃভাষা বাংলার প্রতি ৫৫। 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' আহ্বায়ক কে ছিলেন? ক) আবুল কাশিম খ) আব্দুস সালাম গ) কাজী গোলাম মাহবুব ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত উত্তর :গ) কাজী গোলাম মাহবুব ৫৬। মুসলিম লীগের মধ্যে উদারপন্থি নেতা কে ছিলেন? ক) নাজিম উদ্দিন খ) সোহরাওয়ার্দী গ) মুহাম্মদ আলী জিন্নাহ ঘ) আকরাম খাঁ উত্তর :খ) সোহরাওয়ার্দী ৫৭। ব্যালট বিপস্নব কোন নির্বাচনের ক্ষেত্রে অধিক প্রযোজ্য? ক) ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন খ) ১৯৫৮ খ্রিষ্টাব্দের নির্বাচন গ) ১৯৬৯ খ্রিষ্টাব্দের নির্বাচন ঘ) ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন উত্তর :ক) ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচন ৫৮। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কী? ক) আদালত খ) সংবিধান গ) বিবেক ঘ) জাতীয় সংসদ উত্তর :খ) সংবিধান ৫৯। কয়দিন শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়? ক) ৫৬ দিন খ) ৫৭ দিন গ) ৫৮ দিন ঘ) ৫৯ দিন উত্তর :ক) ৫৬ দিন ৬০। যুক্তফ্রন্ট কয় সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে? ক) ১০ খ) ১২ গ) ১৪ ঘ) ১৬ উত্তর :গ) ১৪ দ্বাদশ অধ্যায় ১। কে পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন? (ক) মোহাম্মদ আলী জিন্নাহ (খ) ইস্কান্দার মির্জা (গ) আইয়ুব খান (ঘ) মালিক ফিরোজ খান সঠিক উত্তর :(খ) ইস্কান্দার মির্জা ২। আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ- র. দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার রর. ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন ররর. আইয়ুব খান কর্তৃক নতুন সংবিধান ঘোষণা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(ক) র নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : অগ্রণী ক্লাবের সভাপতির একরোখা মনোভাব ও অসযোগিতামূলক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন ক্লাবের সদস্যরা। মারুফ সাহেবের নেতৃত্বে সদস্যরা তাদের দাবি-দাওয়া সভাপতির নিকট পেশ করেন। সভাপতি ও তার পক্ষের লোকজন বিষয়টিকে অযৌক্তিক মনে করে প্রত্যাখ্যান করেন। ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে মারুফ সাহেব ও তার অনুসারী সদস্যরা সোচ্চার হন। ৩। মারুফ সাহেবের গৃহীত পদক্ষেপে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ্য করা যায়? (ক) ছয় দফা দাবি উত্থাপন (খ) ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন (গ) আইয়ুববিরোধী আন্দোলন (ঘ) ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন সঠিক উত্তর : (ক) ছয় দফা দাবি উত্থাপন ৪। উক্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই- র. আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে পড়ে রর. বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় ররর. বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পথে ধাবিত হয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৫। অপরাজেয় বাংলার ক্ষেত্রে মিল রয়েছে- র. উচ্চতা ১২ ফুট রর. প্রস্থ ৬ ফুট ররর. ব্যাস ৬ ফুট নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর :(গ) র ও ররর ৬। কার মধ্যস্থতায় 'তাসখন্দ চুক্তি' স্বাক্ষরিত হয়? (ক) সোভিয়েত প্রধানমন্ত্রী (খ) ভারতীয় প্রধানমন্ত্রী (গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী (ঘ) চীন প্রধানমন্ত্রী সঠিক উত্তর : (ক) সোভিয়েত প্রধানমন্ত্রী ৭। কোন স্থানটিকে ভারত ও পাকিস্তান তাদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করত? (ক) পাঞ্জাব (খ) সিন্ধু (গ) কাশ্মীর (ঘ) আসাম সঠিক উত্তর : (গ) কাশ্মীর ৮। ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পাকিস্তানের অংশ ছিল কত? (ক) ৫৪.৬% (খ) ৫৪.৭% (গ) ৫৪.৮% (ঘ) ৫৪.৯% সঠিক উত্তর : (খ) ৫৪.৭% ৯। বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কার নাটক, সংগীত, সাহিত্য অধিক যুক্তিযুক্ত? (ক) রবীন্দ্রনাথের (খ) কাজী নজরুলের (গ) আল মাহমুদের (ঘ) শরৎচন্দ্রের সঠিক উত্তর : (ক) রবীন্দ্রনাথের নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : হাসান জোয়াদ্দের অপশাসন দেখে বিশিষ্ট নেতা তসলিম শেখ বিরোধিতা করে বলেন, এই বাংলায় হাসান জোয়াদ্দের মৌলিক গণতন্ত্র সাদৃশ্য কোন রাজনৈতিক কর্মকান্ড চলতে দেওয়া যাবে না। ১০। হাসান জোয়াদ্দের দ্বারা ঐতিহাসিক কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে? (ক) মোনায়েম খান (খ) ইস্কান্দার মির্জা (গ) আইয়ুব খান (ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ সঠিক উত্তর : (গ) আইয়ুব খান হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়