এইচএসসি পরীক্ষার প্রস্তুতি অর্থনীতি প্রথমপত্র
প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ০০:০০
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য অর্থনীতি প্রথমপত্র থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো
প্রথম অধ্যায়
জ্ঞানমূলক
প্রশ্ন. প্রকৃত নির্দেশমূলক অর্থব্যবস্থায় যাবতীয় কর্মকান্ড কার নির্দেশে পরিচালিত হয়?
উত্তর : প্রকৃত নির্দেশমূলক অর্থব্যবস্থায় যাবতীয় কর্মকান্ড কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়।
প্রশ্ন. কত সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে?
উত্তর : ১৯৮৫ সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে।
প্রশ্ন. কত সালে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়?
উত্তর : ১৯১৭ সালে রুশ বিপস্নবের পর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সর্বপ্রথম সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়।
প্রশ্ন. সমাজতন্ত্রে কোন প্রক্রিয়ায় শ্রমিকের মজুরি প্রদান করা হয়?
উত্তর : সমাজতন্ত্রে কাজের পরিমাণ ও গুণগতমান অনুযায়ী শ্রমিকের মজুরি প্রদান করা হয়।
প্রশ্ন. সমাজতন্ত্রে কোন প্রক্রিয়ায় আয় ও সম্পদ বণ্টন করা হয়?
উত্তর : সমাজতন্ত্রে রাষ্ট্রের প্রয়োজন এবং সার্বিক উন্নয়ন বিবেচনায় রেখে রেশন কার্ডের মাধ্যমে আয় ও সম্পদ বণ্টন করা হয়।
প্রশ্ন. মিশ্র অর্থব্যবস্থা কী?
উত্তর : যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাই মিশ্র অর্থব্যস্থা।
প্রশ্ন. পৃথিবীর অধিকাংশ দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান?
উত্তর : পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
প্রশ্ন. বিশুদ্ধ সমাজতন্ত্র বা বিশুদ্ধ ধনতন্ত্র পৃথিবীর কোথাও না থাকার কারণে কোন অর্থব্যবস্থা লক্ষ্য করা যায়?
উত্তর : বিশুদ্ধ সমাজতন্ত্র বা বিশুদ্ধ ধনতন্ত্র পৃথিবীর কোথাও না থাকার কারণে মিশ্র অর্থব্যবস্থা লক্ষ্য করা যায়।
প্রশ্ন. মিশ্র অর্থব্যবস্থা কয়টি খাতের সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে?
উত্তর : মিশ্র অর্থব্যবস্থা দুটি খাতের সহাবস্থানের ভিত্তিতে গড়ে ওঠে।
প্রশ্ন. কোন অর্থব্যবস্থায় জরুরি প্রয়োজনে রাষ্ট্র দামব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর : মিশ্র অর্থব্যবস্থায় জরুরি প্রয়োজনে রাষ্ট্র দামব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে।
প্রশ্ন. ইসলামী অর্থব্যবস্থা কী?
উত্তর : ইসলামের মৌলিক নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাই ইসলামী অর্থব্যবস্থা।
প্রশ্ন. কোন অর্থব্যবস্থায় মানব জীবনের বিচ্ছিন্ন বা আংশিক ক্ষেত্র নিয়ে আলোচনা করে না?
উত্তর : ইসলামী অর্থব্যবস্থা মানব জীবনের কোনো বিচ্ছিন্ন বা আংশিক ক্ষেত্র নিয়ে আলোচনা নয় বরং মানব জীবনের সমগ্র ক্ষেত্র নিয়ে আলোচনা করে।