১। গুণ্য ক্ম গুণক = কী?
উত্তর :গুণফল
২। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর :গুণফল = গুণ্য ক্ম গুণক
৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণক
৪। গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : গুণফল গু গুণক
৫। গুণক নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : গুণফল গু গুণ্য
৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
উত্তর : গুণফল
৭। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণক
৮। কোনো সংখ্যাকে '০' (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে?
উত্তর : শূন্য (০)
৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ১০২৬৯৫
১০। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত?
উত্তর : ৩
১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত?
উত্তর : ৮
১২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর :গুণ্য
১৩। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না?
উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে
১৪। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে?
উত্তর : ১ দ্বারা
১৫। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের
করতে হবে?
উত্তর : গুণ করে
১৬। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?
উত্তর : ৩টি ধাপে
১৭। এমন তিনটি সংখ্যা বের করো যাদের গুণফল ও যোগফল সমান।
উত্তর : ১, ২ ও ৩
১৮। ৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে?
উত্তর : ১০
১৯। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর :১১০০৮৮
২০। ৯৯৯৯ ক্ম ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কী?
উত্তর :(১০০০০ - ১) ক্ম ৪০০
২১। ৪৩৭ ক্ম ২৩৫ = ১০২৬৯৫ হলে, গুণ্য কোনটি?
উত্তর : ৪৩৭
২২। ২৪৫৬ ক্ম ২৯৩ = ৭১৯৬০৮ হলে, গুণফল কোনটি?
উত্তর : ৭১৯৬০৮
২৩। ৩৬৫ ক্ম ২১৬ = ৭৮৮৪০ হলে, গুণক কোনটি?
উত্তর : ২১৬
২৪। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত?
উত্তর : ৩৬০০
২৫। গুণ্য ৭০ এবং গুণক ১০ হলে, গুণফল কত?
উত্তর : ৭০০
২৬। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম
সংখ্যা হলে গুণফল কত?
উত্তর :৯৯৯০০
২৭। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ
থাকবে?
উত্তর : ১৫০০০০ তা কাগজ
২৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাজ্য = (ভাজক ক্ম ভাগফল) + ভাগশেষ
২৯। ভাজ্য কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।
৩০। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে?
উত্তর : ভাজক
৩১। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) গু ভাগফল
৩২। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক
৩৩। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল
৩৪। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাগফল = ভাজ্য গু ভাজক
৩৫। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : ভাজ্য = ভাজক ক্ম ভাগফল
৩৬। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
উত্তর : ভাগফল
৩৭। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?
উত্তর : ০ (শূন্য) হলে
৩৮। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?
উত্তর : ২০
৩৯। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?
উত্তর : ৩৬০০
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়