পঞ্চম শ্রেণির গণিত

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
১। গুণ্য ক্ম গুণক = কী? উত্তর :গুণফল ২। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :গুণফল = গুণ্য ক্ম গুণক ৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৪। গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : গুণফল গু গুণক ৫। গুণক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : গুণফল গু গুণ্য ৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : গুণফল ৭। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ৮। কোনো সংখ্যাকে '০' (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে? উত্তর : শূন্য (০) ৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১০২৬৯৫ ১০। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত? উত্তর : ৩ ১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত? উত্তর : ৮ ১২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর :গুণ্য ১৩। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না? উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে ১৪। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে? উত্তর : ১ দ্বারা ১৫। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে? উত্তর : গুণ করে ১৬। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়? উত্তর : ৩টি ধাপে ১৭। এমন তিনটি সংখ্যা বের করো যাদের গুণফল ও যোগফল সমান। উত্তর : ১, ২ ও ৩ ১৮। ৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে? উত্তর : ১০ ১৯। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর :১১০০৮৮ ২০। ৯৯৯৯ ক্ম ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কী? উত্তর :(১০০০০ - ১) ক্ম ৪০০ ২১। ৪৩৭ ক্ম ২৩৫ = ১০২৬৯৫ হলে, গুণ্য কোনটি? উত্তর : ৪৩৭ ২২। ২৪৫৬ ক্ম ২৯৩ = ৭১৯৬০৮ হলে, গুণফল কোনটি? উত্তর : ৭১৯৬০৮ ২৩। ৩৬৫ ক্ম ২১৬ = ৭৮৮৪০ হলে, গুণক কোনটি? উত্তর : ২১৬ ২৪। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? উত্তর : ৩৬০০ ২৫। গুণ্য ৭০ এবং গুণক ১০ হলে, গুণফল কত? উত্তর : ৭০০ ২৬। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? উত্তর :৯৯৯০০ ২৭। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে? উত্তর : ১৫০০০০ তা কাগজ ২৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজ্য = (ভাজক ক্ম ভাগফল) + ভাগশেষ ২৯। ভাজ্য কাকে বলে? উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ৩০। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে? উত্তর : ভাজক ৩১। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) গু ভাগফল ৩২। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) গু ভাজক ৩৩। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজক = ভাজ্য গু ভাগফল ৩৪। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাগফল = ভাজ্য গু ভাজক ৩৫। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজ্য = ভাজক ক্ম ভাগফল ৩৬। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : ভাগফল ৩৭। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়? উত্তর : ০ (শূন্য) হলে ৩৮। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি? উত্তর : ২০ ৩৯। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত? উত্তর : ৩৬০০ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়