২৩৫. খাদ্য সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি নাম কী?
উত্তর : রোদে শুকিয়ে সংরক্ষণ
২৩৬. ইয়াসমিন বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করেছে। এসব খাবার সংরক্ষণ করতে তার কেমন পাত্র নির্বাচন করতে হবে?
উত্তর : বায়ুরোধী পাত্র
২৩৭. শিমুলদের বাজারের মাছ বিক্রেতা নদী থেকে মাছ ধরে তা সংরক্ষণ করেন। মাছ সংরক্ষণ করতে তিনি কী ব্যবহার করেন?
উত্তর : লবণ
২৩৮. মনে করো, তোমার বাসায় কোনো ফ্রিজ নেই। এ অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তুমি তোমার মাকে কী বলবে?
উত্তর : রোদে শুকিয়ে রাখতে
২৩৯. লামিয়ার বয়স ৮ বছর। তার প্রতিদিন সর্বনিম্ন কতটুকু দুধ পান করা প্রয়োজন।
উত্তর : ২৫০ মিলি
২৪০. শর্করা, আমিষ ও স্নেহজাতীয় পদার্থ দেহের গঠন ও বৃদ্ধিসাধন করে। এগুলো দেহের আর কী করে থাকে?
উত্তর : তাপমাত্রা জোগায়
২৪১. মিজান একইজাতীয় ও অতিরিক্ত খাবার খায়। এ কারণে তার কী হবে?
উত্তর : দেহ ভারী হবে
২৪২. তুমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভীষণ পছন্দ করো। খেলাধুলার আগ্রহ বজায় রাখতে তোমার খাদ্য গ্রহণ কিরূপ হওয়া উচিত?
উত্তর : পরিমিত
২৪৩. তোমার স্কুলের টিফিনের খাবারটিতে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজলবণ ও পানি রয়েছে। তোমার খাবারটিকে কী খাবার বলা যেতে পারে।
উত্তর : সুষম খাদ্য
২৪৪. তুমি হোটেলে ড্রিঙ্কস ও ফ্রুট জুস অর্ডার করলে। অর্ডারকৃত খাদ্যগুলোকে কী বলা হয়?
উত্তর : জাঙ্কফুড
২৪৫. তুমি বার্গার কিনে খেলে। এতে কোন ক্ষতিকর পদার্থটি থাকতে পারে?
উত্তর : কার্বনেট
২৪৬. কোন খাদ্যটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর: বার্গার
২৪৭. কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের নানা রকম ক্ষতি হয়। এসব ব্যবহারের ফলে কোন রোগটি হতে পারে।
উত্তর : কিডনি অকার্যকর হওয়া
২৪৮. খাদ্যে নানা রকম রাসায়নিক দ্রব্য মেশানো হয়। কোনো খাদ্যে এ ধরনের দ্রব্য মেশানো হয়?
উত্তর : মরিচ
২৪৯. তোমার বন্ধু বিদ্যালয়ের সামনে থেকে গাঢ় কমলা রঙের আইসক্রিম কিনে খেল। এই আইসক্রিমের কৃত্রিম রং তার শরীরে কোন রোগ সৃষ্টি করতে পারে?
উত্তর : অ্যাজমা
২৫০. সিয়াম রেস্তোরাঁ থেকে এমন খাবার খায়, যা অনেক সুস্বাদু। এতে অধিক চিনি, লবণ ও চর্বি থাকে। সিয়াম কোন খাবার খায়?
উত্তর : জাঙ্কফুড
২৫১. তুলিকা গ্রীষ্মকালে শীতের সবজি কিনে আনল। অনেক দিন রেফ্রিজারেটর ছাড়া রাখার পরও তা নষ্ট হলো না। তুলিকার সবজিতে কোন রাসায়নিক পদার্থ দেওয়া ছিল?
উত্তর : ফরমালিন
২৫২. রাইসা একদিন বাজার থেকে কলা কিনে আনল। বাসায় এসে দেখল কলার ওপরটা পাকা আর ভেতরে কাঁচা। দোকানি কলায় কী ব্যবহার করেছিল?
উত্তর : ফরমালিন
২৫৩. 'জাঙ্কফুড অপুষ্টিকর খাবার'। কারণ এতে উচ্চমাত্রায় কী থাকে?
উত্তর : চর্বি, লবণ, কার্বনেট ও চিনি
২৫৪. লবণ, চিনি ও সিরকার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়। এভাবে কী সংরক্ষণ করা যায়?
উত্তর : জলপাই
২৫৫. তোমাদের গ্রামে একটি হিমাগার রয়েছে। এখানে তুমি কী সংরক্ষণ করতে পারবে?
উত্তর : আলু
২৫৬. জাঙ্কফুডে কোন দ্রব্য আধিক্য থাকে?
উত্তর : চর্বি
২৫৭. খাদ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য তৈরি, খাদ্য সংরক্ষণ, ফল পাকানো ও বাজারজাতকরণে কী মেশানো হয়?
উত্তর : রাসায়নিক দ্রব্য
২৫৮. নিয়মিত জাঙ্কফুড খাওয়া উচিত নয়। নিয়মিত জাঙ্কফুড খেলে কী ঘটে?
উত্তর : ওজন বৃদ্ধি পায়
২৫৯. মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদার পরিমাণে কমবেশি হয় কী অনুযায়ী?
উত্তর : বয়স ও কাজ
২৬০. কোনজাতীয় খাদ্য শরীর সুস্থ রাখার প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি সরবরাহ করে?
উত্তর : সুষম
২৬১. প্রতিদিন অধিক ভাত খাওয়ার ফলে কী হতে পারে?
উত্তর : দেহ ভারী হয়ে যাবে
২৬২. আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন?
উত্তর : পচন রোধ করার জন্য
২৬৩. সমবয়সি কোন বাহন চালকের বেশি খাদ্যের প্রয়োজন?
উত্তর : রিকশা
২৬৪. খাদ্যে ভেজাল হিসেবে কী মেশানো হয়?
উত্তর : ফরমালিন
২৬৫. কোনটিতে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা চিনি থাকে?
উত্তর : জাঙ্কফুডে
২৬৬. গলদা চিংড়ি হিমায়িত করে সংরক্ষণ করা হয় কেন?
উত্তর : পচন রোধ করতে
২৬৭. টিনে মাছ-মাংস সংরক্ষণ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রোজেন
২৬৮. কোনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর : স্যাকারিন
২৬৯. ফ্রিজে মাছ, মাংস, গাজর, টমেটো ইত্যাদি কীভাবে সংরক্ষণ করা যায়?
উত্তর : পাঁচ-ছয় মাস পর্যন্ত