ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২১ নভেম্বর ২০২১, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জীববিজ্ঞান ১৫। কোষের ভেতরের ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? উত্তর : কোষপ্রাচীর ১৬। কোন অঙ্গাণুকে জীবনের ভিত্তি বলা হয়? উত্তর : প্রোটোপস্নাজম ১৭। প্রোটোপস্নাজমের অংশ কয়টি? উত্তর : ৩টি ১৮। কোষ ঝিলিস্ন বা সেল মেমব্রেন কাকে বলে? উত্তর : সম্পূর্ণ প্রোটোপস্নাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিলিস্ন বা সেল মেমব্রেন বলে। ১৯। সাইটোপস্নাজম কাকে বলে? উত্তর : প্রোটোপস্নাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধ তরল অংশটি থাকে, তাকে সাইটোপস্নাজম বলে। ২০। কোষ ঝিলিস্নর কাজ কী? উত্তর : কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। ২১। সাইটোপস্নাজমের প্রধান কাজ কী? উত্তর : কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। ২২। কোষের কোন অঙ্গাণুকে বর্ণধার বলে? উত্তর : পস্নাস্টিডকে ২৩। উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : পস্নাস্টিড ২৪। প্রাণী কোষে কী থাকে না? উত্তর : পস্নাস্টিড ২৫। কোন পস্নাস্টিড খাদ্য তৈরিতে সাহায্য করে? উত্তর : সবুজ পস্নাস্টিড ২৬। কোন পস্নাস্টিড খাদ্য সঞ্চয় করে? উত্তর : বর্ণহীন পস্নাস্টিড ২৭। পাতা, ফুল বা ফলের বিচিত্র রং দেখতে পাই কী কারণে? উত্তর : পস্নাস্টিডের কারণে ২৮। কোষগহ্বর কাকে বলে? উত্তর : কোষের মধ্যে বৃহৎ ফাঁকা জায়গাকে কোষগহ্বর বলে। ২৯। কোষরস কাকে বলে? উত্তর : কোষগহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে। ৩০। কোষগহ্বর কিসের আধার হিসেবে কাজ করে? উত্তর কোষরসের ৩১। কোন অঙ্গাণুকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ৩২। মাইটোকন্ড্রিয়ার আকৃতি কেমন হতে পারে? উত্তর : দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার ৩৩। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী? উত্তর : শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা। ৩৪। নিউক্লিয়াস কাকে বলে? উত্তর : প্রোটোপস্নাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটিকে নিউক্লিয়াস বলে। ৩৫। কোষের কোন অঙ্গাণুকে শক্তির আধার বলে? উত্তর : মাইটোকন্ড্রিয়াকে ৩৬। নিউক্লিয়াসের আকৃতি কেমন হতে পারে? উত্তর : গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার ৩৭। প্রোটোপস্নাজমের কোন অংশ কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে? উত্তর : নিউক্লিয়াস