শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

কাকতাড়ুয়া

২৫. বুধাকে কামাই করতে বলে কে?

উত্তর : বুধাকে কামাই করতে বলে তার চাচি।

২৬. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার রোজগার নেই?

উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার চাচার রোজগার নেই।

২৭. বুধার চাচাতো ভাই-বোন কয়জন?

উত্তর : বুধার চাচাতো ভাই-বোন ৮ জন।

২৮. 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার চোখ লাল হয়ে যায়?

উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার চোখ লাল হয়ে যায়।

২৯. বুধাকে কখন মুরব্বির মতো মনে হয়?

উত্তর : বুধার চোখ যখন লাল হয়ে যায় তখন তাকে মুরব্বির মতো মনে হয়।

৩০. বুধার চাচাতো বোনের নাম কী?

উত্তর : বুধার চাচাতো বোনের নাম কুন্তি।

৩১. বুধা কুন্তিকে কোন সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল?

উত্তর : বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভীষণ ভালোভাবে আসার কথা বলেছিল।

৩২. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?

উত্তর : নোলক বুয়া বুধাকে ছন্নছাড়া নামে ডাকত।

৩৩. গাঁয়ের লোক বুধার কী নাম দিয়েছে?

উত্তর : গাঁয়ের লোক বুধার নাম দিয়েছে কাকতাড়ুয়া।

৩৪. কুন্তি কে?

উত্তর : কুন্তি বুধার চাচাতো বোন।

৩৫. বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল?

উত্তর : বুধা হাবিবের কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল।

৩৬. হরিকাকু বুধাকে কী নামে ডাকত।

উত্তর : হরিকাকু বুধাকে মানিকরতন নামে ডাকত?

৩৭. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?

উত্তর : বুধাকে রানী কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।

৩৮. কাদের ভাষা বুধা বুঝতে পারে না?

উত্তর : মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।

৩৯. গাঁয়ে কারা কিয়ামত ঘটিয়ে চলে যায়?

উত্তর : গাঁয়ে মিলিটারিরা কিয়ামত ঘটিয়ে চলে যায়।

৪০. বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?

উত্তর : বুধা বঙ্গবন্ধুর ভাষণ কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল।

৪১. মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ কারা পাঠায়?

উত্তর : মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ পাঠায় গাঁয়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ।

৪২. ক্ষুধা পেলে বুধাকে আলি কী দেয়?

উত্তর : ক্ষুধা পেলে বুধাকে আলি চা-বিস্কুট দেয়।

৪৩. আলি বুধার নতুন নাম কী দেয়?

উত্তর : আলি বুধার নতুন নাম দেয় 'জয়বাংলা'।

৪৪. ভোরবেলা বুধাকে কে কান ধরে টেনে তোলে?

উত্তর : ভোরবেলা বুধাকে আহাদ মুন্সির বড় ছেলে মতিউর কান ধরে টেনে তোলে।

৪৫. আহাদ মুন্সির বাড়ির পর কার বাড়িতে আগুন লাগে?

উত্তর : আহাদ মুন্সির বাড়ির পর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।

৪৬. বুধা কাকে স্যালুট করে?

উত্তর : বুধা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।

৪৭. মিলিটারি ক্যাম্পে রেকি করতে কাকে দায়িত্ব দেওয়া হয়?

উত্তর : মিলিটারি ক্যাম্পে রেকি করতে বুধাকে দায়িত্ব দেওয়া হয়।

৪৮. একগাদা পেয়ারা নিয়ে বুধা কোথায় যায়?

উত্তর : একগাদা পেয়ারা নিয়ে বুধা মিলিটারি ক্যাম্পে যায়।

৪৯. মিলিটারিরা কী দখল করে ক্যাম্প বানিয়েছে?

উত্তর : গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।

৫০. 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?

উত্তর : 'কাকতাড়ুয়া' উপন্যাসে প্রাণহীন দৃষ্টি পাকিস্তানি মিলিটারিদের।

৫১. মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সাথে কয়জন রাজাকার ছিল?

উত্তর : মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সির সাথে ৩ জন রাজাকার ছিল।

৫২. বুধাকে কে সানকি ভরা ভাত দেয়?

উত্তর : বুধাকে মিঠুর মা সানকি ভরা ভাত দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে