পঞ্চম শ্রেণির পড়াশোনা
রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
প্রকাশ | ১৬ জুন ২০২১, ০০:০০
মানবাধিকার
প্রশ্ন : আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর : আমাদের জীবনে মানবাধিকারের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য হলো-
১. মানবাধিকার মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।
২. মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।
৩. সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে।
৪. মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করতে সাহায্য করে।
প্রশ্ন : অটিজম কী? অটিস্টিক শিশুর সঙ্গে ভালো ব্যবহার করবে কেন? বিদ্যালয়ে অটিস্টিক বন্ধুদের সাহায্য করার চারটি উপায় লেখো।
উত্তর : অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। অটিস্টিক শিশুর নিজের মতো ভালো থাকার অধিকার আছে। তাই অটিস্টিক শিশুর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বিদ্যালয়ে অটিস্টিক বন্ধুদের সাহায্য করার চারটি উপায়-
১. তাকে উত্তেজিত না করা।
২. তাকে লেখাপড়ায় সাহায্য করা।
৩. সে জিনিসের প্রতি আগ্রহী সেটি তাকে দেওয়া।
৪. তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা।
প্রশ্ন : অটিস্টিক শিশুরা কী সমস্যায় আক্রান্ত? এ ধরনের শিশুর সঙ্গে তুমি কীরূপ ব্যবহার করবে? উক্ত শিশুদের চারটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। আমরা এ ধরনের শিশুকে কখনো বিরক্ত করব না। তারা উত্তেজিত হয়ে যায় কখনো এমন আচরণ করব না। অটিস্টিক শিশুদের চারটি বৈশিষ্ট্য হলো-
১. সকল কাজ একই নিয়মে করতে হয়।
২. দৈনিক কাজের রুটিনের বদল হলে উত্তেজিত হয়।
৩. একাকী চুপচাপ থাকতে পছন্দ করে।
৪. কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সঙ্গে রাখা।
প্রশ্ন : শিশুশ্রম কী? শিশুশ্রম রোধ করা প্রয়োজন কেন? শিশুশ্রমের চারটি ক্ষতিকর দিক সম্পর্কে লেখো।
উত্তর : শিশুকে দিয়ে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করাকে শিশুশ্রম বলে। শিশুদের মানবাধিকার রক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিশুশ্রম রোধ করা প্রয়োজন। শিশুশ্রমের চারটি ক্ষতিকর দিক হলো-
১. শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়।
২. শিশুর শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৩. শিশুর অধিকার লঙ্ঘিত হয়।
৪. শিশুশ্রমের কারণে অনেক শিশু মারা যায়।