প্রশ্ন: চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে- কার রচনা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
প্রশ্ন: অভাগা যদ্যপি (যেদিকে) চায় সাগর শুকায়ে যায়- এ প্রবাদটির রচয়িতা কে?
উত্তর: মুকুন্দরাম।
প্রশ্ন: হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ এই কবিতাংশটুকু কোন কবির?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- উক্তি কোন গ্রন্থের?
উত্তর: অন্নদামঙ্গল কাব্যের।
প্রশ্ন: যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি -এর রচয়িতা কে?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
প্রশ্ন: পাখি সব করে রব রাতি পোহাইল - কার লেখা?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কারের।
প্রশ্ন: সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি -কোন কবির উক্তি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে -কার রচনা?
উত্তর: রঙ্গলাল মুখোপাধ্যায়।
প্রশ্ন: তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না। নজরুলের কোন কবিতার অংশ?
উত্তর: বাতায়ন পাশে গুবাক তরুর সারি।
প্রশ্ন: কোথায় স্বর্গ কোথায় নরক- পংক্তির রচয়িতা?
উত্তর: ফজলুল করিম।
প্রশ্ন: যুদ্ধ মানে শত্রম্ন শত্রম্ন খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা- কার রচিত কবিতার অংশ?
উত্তর: নির্মলেন্দু গুণ।