বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সপ্তম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয়পত্র)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০
ভাষা

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

ভাষা

১। বাংলা ভাষার আদি উৎস কী?

ক. ইন্দো-চীন মূল ভাষা

খ. আর্য ভাষা

গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা

ঘ. পালি ভাষা

সঠিক উত্তর : গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা

২। ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?

ক. ৬০০ খ্রিস্টাব্দ

খ. ৬৫০ খ্রিস্টাব্দ

গ. ৬৮০ খ্রিস্টাব্দ

ঘ. ৭৫০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর : খ. ৬৫০ খ্রিস্টাব্দ

৩। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?

ক. ৬০০ খ্রিস্টাব্দ

খ. ৬৫০ খ্রিস্টাব্দ

গ. ৮৫০ খ্রিস্টাব্দ

ঘ. ৯৫০ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর : ঘ. ৯৫০ খ্রিস্টাব্দ

৪। মানুষের কণ্ঠনিঃসৃত বাগধ্বনি কী হিসেবে গৃহীত হয়?

ক. উচ্চধ্বনি

খ. বাগযন্ত্র

গ. ভাষা

ঘ. শব্দ

সঠিক উত্তর : গ. ভাষা

৫। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কোনটি?

ক. উচ্চধ্বনি

খ. তালব্যধ্বনি

গ. বাগযন্ত্র

ঘ. কণ্ঠধ্বনি

সঠিক উত্তর : ঘ. কণ্ঠধ্বনি

৬। মানুষের প্রচারিত অর্থবহ-সৃষ্ট বহুজনবোধ্য ধ্বনিসমষ্টিকে কী বলে?

ক. ভাষা খ. শব্দ

গ. বাক্য ঘ. ধ্বনিবিজ্ঞান

সঠিক উত্তর : ক. ভাষা

৭। পৃথিবীর সব ভাষাতেই কয়টি রূপ দেখা যায়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর : ক. দুটি

৮। বাংলা ভাষা কত হাজার বছরের পুরনো?

ক. প্রায় এক হাজার খ. দেড় হাজার

গ. দুই হাজার ঘ. আড়াই হাজার

সঠিক উত্তর : খ. দেড় হাজার

৯। বাংলা ভাষায় যে দুটি রূপ লক্ষ্য করা যায়, তা কী কী?

ক. লেখ্য ভাষা ও চলিত ভাষা

খ. সাধুভাষা ও আঞ্চলিক ভাষা

গ. সংস্কৃত ভাষা ও সাধুভাষা

ঘ. সাধুভাষা ও চলিত ভাষা

সঠিক উত্তর : ঘ. সাধুভাষা ও চলিত ভাষা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে