বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জানার আছে অনকে কছিু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

প্রশ্ন: 'বত্রিশ সিংহাসন' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মৃতু্যঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: 'বেদান্ত চন্দ্রিকা' ও 'প্রবোধ চন্দ্রিকা' গ্রন্থ দুটির রচয়িতা কে?

উত্তর: মৃতু্যঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: শায়ের কারা?

উত্তর:পুঁথি সাহিত্যের রচয়িতাকে শায়ের বলা হয়।

প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে?

উত্তর: ফকির গরীবুলস্নাহ।

প্রশ্ন: পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?

উত্তর: আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।

প্রশ্ন: কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?

উত্তর: পুঁথি সাহিত্য।

প্রশ্ন: কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?

উত্তর: চিতোরের রানী পদ্মিনীর কাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে