শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৮ অক্টোবর ২০২০, ০০:০০

আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় - ১১

প্রশ্ন : ত্রিপুরারা কোন সময়ে 'বৈসু' উৎসব পালন করে?

উত্তর : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে 'বৈসু' উৎসব পালন করে।

প্রশ্ন : ওঁরাওদের প্রধান উৎসবের নাম কী?

উত্তর : ওঁরাওদের প্রধান উৎসবের নাম 'ফাগুয়া'।

প্রশ্ন : বাংলাদেশে কোন অঞ্চলে গারোরা বাস করে?

উত্তর : বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গারোরা বাস করে।

প্রশ্ন : মাতৃতান্ত্রিক বলতে কী বোঝো?

উত্তর : নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী।

প্রশ্ন : গারোদের অধিকাংশ বর্তমানে কোন ধর্মাবলম্বী?

উত্তর : গারোদের অধিকাংশ বর্তমানে খ্রিস্টধর্মাবলম্বী।

প্রশ্ন :গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম কী?

উত্তর : গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম বাঁশ কোড়ল।

প্রশ্ন : ওঁরাওদের ভাষার নাম কী?

উত্তর : কুড়খ ও সাদ্রি

প্রশ্ন : খাসিয়াদের প্রধান দেবতার নাম কী?

উত্তর : খাসিয়াদের প্রধান দেবতার নাম 'উবস্নাই নাংথউ'।

প্রশ্ন : বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী?

উত্তর : বাংলাদেশের ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116872 and publish = 1 order by id desc limit 3' at line 1