বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২০, ০০:০০
পরিবিবির মাজার

প্রশ্ন: লালবাগ কেলস্নার সামনের গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শনটি কী?

উত্তর: পরিবিবির মাজার।

প্রশ্ন: লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?

উত্তর:শায়েস্তা খান।

প্রশ্ন: পরিবিবি কে ছিলেন?

উত্তর: নবাব শায়েস্তা খানের কন্যা।

প্রশ্ন: পরিবিবির আসল নাম কী?

উত্তর: ইরান দুখত।

প্রশ্ন: পরিবিবির মৃতু্য হয় কোন সালে?

উত্তর: ১৬৮৪ সালে।

প্রশ্ন: শায়েস্তা খান কে ছিলেন?

উত্তর:শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।

প্রশ্ন: শায়েস্তা খানের পূর্ণ নাম কী?

উত্তর: মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।

প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?

উত্তর: ১৬৬৪ সালে।

প্রশ্ন: শায়েস্তা খান কোন সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?

উত্তর: ১৬৮০ সালে।

প্রশ্ন: শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?

উত্তর: মোট ২৪ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116610 and publish = 1 order by id desc limit 3' at line 1