বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
পদার্থবিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
  ২৬ অক্টোবর ২০২০, ০০:০০

অধ্যায় - ১

৫০। আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?

উত্তর : আইনস্টাইন

৫১। পরমাণুবিষয়ক নিউক্লীয় তত্ত্ব প্রদান করেন কে?

উত্তর : আর্নেস্ট রাদারফোর্ডের

৫২। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?

উত্তর : নীলস বোর

৫৩। সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের

৫৪। পস্ন্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতার প্রমাণ উপস্থাপন করেন বাংলাদেশের কোন বিজ্ঞানী?

উত্তর : প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু

৫৫। কোন বিজ্ঞানী মোর্সকোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন?

উত্তর : মার্কনী

৫৬। কার তত্ত্ব বোস- আইনস্টাইন সংখ্যায়ন নামে পরিচিত?

উত্তর : সত্যেন্দ্রনাথ বসুর

৫৭। কী ধরনের কণাকে বোসন বলা হয়?

উত্তর : একশ্রেণির মৌলিক কণাকে

৫৮। একশ্রেণির মৌলিক কণার নাম বোসন করা হয় কার নামানুসারে?

উত্তর : সত্যেন্দ্রনাথ বসুর

৫৯। কোন শতাব্দীতে বিজ্ঞানের অগ্রগতিতে পদার্থবিজ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখছে?

উত্তর : বিংশ শতাব্দীতে

৬০। 'পরমাণুর অভ্যন্তরের অবস্থা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান'- এগুলো কোন নীতি থেকে পাওয়া যায়?

উত্তর : শক্তির সংরক্ষণশীলতা নীতি

৬১। 'বস্তু দেখার জন্য চোখ নিজে আলো পাঠায়' একথা কে বিশ্বাস করতেন?

উত্তর : টলেমি

৬২। পরমাণুর নিউক্লিয়াস কীরূপে আহিত থাকে?

উত্তর : ধনাত্মকভাবে

৬৩। পরমাণুর নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?

উত্তর : প্রোটন ও নিউট্রন

৬৪। পদার্থবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা আমাদের কোন ক্ষমতা বৃদ্ধি করতে পারি?

উত্তর : পর্যবেক্ষণ

৬৫। স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে?

উত্তর : ইউক্লিড

৬৬। গ্যালিলিও তার স্মৃতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে?

উত্তর : গতি ও ত্বরণের সূত্রে

৬৭। কিসের মাধ্যমে স্থান ও কালের ধারণা আরও স্পষ্ট ও পরিমাণগত রূপ গ্রহণ করেছে?

উত্তর : নিউটনের বলবিদ্যার

৬৮। 'সময় বা কাল নিজস্ব ধারায় প্রবাহিত হবে'- এটি কার ধারণা?

উত্তর : নিউটনের

৬৯। নিউটনীয় স্থান কালের ধারণা কী?

উত্তর : আমাদের এই মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান ও একমাত্রিক সময় নিয়ে গঠিত।

৭০। রাশি কাকে বলে?

উত্তর : এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

৭১। মৌলিক রাশি কাকে বলে?

উত্তর : যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদের মৌলিক রাশি বলে।

৭২। মৌলিক একক কয়টি?

উত্তর : ৭টি

৭৩। লব্ধ রাশি কাকে বলে?

উত্তর : যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদের লব্ধ রাশি বলে।

৭৪। মৌলিক রাশিগুলোর নাম লিখ।

উত্তর : দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ

৭৫। বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, তড়িৎ বিভব ইত্যাদি কোন ধরনের রাশি?

উত্তর : লব্ধ রাশি

৭৬। পরিমাপের একক কাকে বলে?

উত্তর : যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের যার সঙ্গে তুলনা করে পরিমাপ করা যায়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক।

৭৭। কত সালে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়?

উত্তর : ১৯৬০ সালে

৭৮। দৈর্ঘ্যের এসআই একক কী?

উত্তর : মিটার

৭৯। ভরের এসআই একক কী?

উত্তর : কিলোগ্রাম

৮০। সময়ের এসআই একক কী?

উত্তর : সেকেন্ড

৮১। তাপমাত্রার এসআই একক কী?

উত্তর : কেলভিন

৮২। তড়িৎপ্রবাহের এসআই একক কী?

উত্তর : অ্যাম্পিয়ার

৮৩। দীপন তীব্রতার এসআই একক কী?

উত্তর : ক্যান্ডেলা

৮৪। পদার্থের পরিমাণের একক কী?

উত্তর : মোল

৮৫। ১ মিটার কাকে বলে?

উত্তর : শূন্য স্থানে আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বা মিটার বলে।

৮৬। ১ কিলোগ্রাম কাকে বলে?

উত্তর : ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারসে রক্ষিত পস্নাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে ১ কিলোগ্রাম বা কিলোগ্রাম বলে।

৮৭। ১ কেলভিন কাকে বলে?

উত্তর : পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ভাগকে ১ কেলভিন বা কেলভিন বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<116497 and publish = 1 order by id desc limit 3' at line 1