বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ওয়েবিনার অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও শিক্ষা কার্যক্রমকে ডিজিটালাইজড করার সুযোগ এসেছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। ১৫ অক্টোবর রাতে ঢাবির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের আয়োজিত 'কোভিড-১৯ মহামারি এবং উচ্চশিক্ষার আধুনিকায়ন' শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল। মূল বক্তা ছিলেন ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগের অধ্যাপক ড. আসিফ হোসেন খান। আলোচক ছিলেন 'এটুআই'র পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরী।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, করোনা আমাদের দুর্বলতা বোঝার জন্য ও ডিজিটালাইজড হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন করতে করোনা মহামারি পরবর্তীতেও স্বল্প পরিসরে কিছু কিছু ক্লাস অনলাইনে নেওয়ার চেষ্টা করব। এ জন্য একটা ডেটা সেন্টার করতে হবে। আমাদের প্রযুক্তিগতভাবে আরও সমৃদ্ধ হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<115570 and publish = 1 order by id desc limit 3' at line 1