বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২০, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
নকশি কাঁথা
আমাদের লোকশিল্প ২। স্বদেশী আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল? ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন সঠিক উত্তর : খ. বিদেশি ৩। কত সময় ধরে তাঁতশিল্প বিস্তার লাভ করেছে? ক. শতাব্দীকাল খ. একযুগ গ. সহস্রাব্দকাল ঘ. এক বছর সঠিক উত্তর : ক. শতাব্দীকাল ৪। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি খুব নিপুণ ছিল? ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা সঠিক উত্তর : গ. নৌকা ৫। বাংলাদেশে একসময় গৃহ নির্মাণের কাজে কোন ধরনের কাঠের ব্যবহার ছিল? ক. সোজা খ. বাঁকা গ. শুকনো ঘ. কারুকার্য-খচিত সঠিক উত্তর : ঘ. কারুকার্য-খচিত ৬। 'অপরিহার্য' শব্দের অর্থ কী? ক. নিপুণতা খ. কুশলতা গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা সঠিক উত্তর : গ. আবশ্যিক ৭। 'প্রতীকধর্মী' শব্দের অর্থ কী? ক. সংকেত খ. উদ্দীপনা গ. সম্প্রসারণ ঘ. লুপ্তপ্রায় সঠিক উত্তর : ক. সংকেত ৮। নকশিকাঁথা আমাদের- ক. গ্রামীণ লোকশিল্প খ. অবসরকালীন শিল্প গ. জীবনকথার মিশ্রণ ঘ. মেয়েদের নিখুঁত শিল্প সঠিক উত্তর : ক. গ্রামীণ লোকশিল্প ৯। মসলিন কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য- র. মোগল বাদশাদের পছন্দ রর. আংটির ভেতরে প্রবেশ করানো যায় ররর. সূক্ষ্ণ সুতা দিয়ে তৈরি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১০। মণিপুরিদের কাপড়গুলো- র. মোটা রর. টেকসই ররর. আরামদায়ক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ১১। 'পণ্যদ্রব্য' বলতে কী বোঝায়? ক. বিক্রি হয় না এমন জিনিস খ. দাম কম এমন জিনিস গ. বিক্রি করা যায় এমন জিনিস ঘ. বাজারে থাকে এমন জিনিস সঠিক উত্তর : গ. বিক্রি করা যায় এমন জিনিস ১২। 'আমাদের লোকশিল্প' প্রবন্ধে 'যথেষ্ট নয়' অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য সঠিক উত্তর : খ. অপ্রতুল