শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রামীণফোনের এমওইউ সই

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দিতে গ্রামীণফোনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এমওইউ স্বাক্ষরের পর অনলাইনে উভয়পক্ষের মধ্যে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় গ্রামীণফোন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনেক আগে থেকেই নানাভাবে চেষ্টা করছি। চলতি মাসের ১ তারিখ থেকেই আমরা পুরোদমে অনলাইনে ক্লাস শুরু করেছি। কিন্তু উপকূলীয় অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়ায় কিছু অসুবিধা দেখা দেয়। গ্রামীণফোনের সঙ্গে ইন্টারনেট সেবা দেওয়ার এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তা নিরসন হবে বলে আশা করছি। ফলে শিক্ষার্থীরা অনলাইনে শতভাগ ক্লাসে যোগ দিয়ে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে পারবে।

অনলাইনে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান কুদ্দুস, সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্নন প্রধান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। গ্রামীণফোনের পক্ষে ঢাকার প্রধান কার্যালয়ের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান, হেড অব এমেজিং এম. শাওন আযাদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান কুদ্দুস এবং গ্রামীণফোনের পক্ষে খুলনা রিজিওনাল হেড এএমএম সালাহ উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, সংশ্লিষ্ট কমিটির সদস্য অর্থনীতি ডিসিপিস্নন প্রধান অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপিস্নন প্রধান অধ্যাপক ড. মো. শামীম আহসান, খুলনা সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আউলাদ হোসেন, খুলনা সার্কেল এমেজিং হেড খন্দকার রিয়াজ রহমান, মার্কেট কমিউনিকেশন অফিসার বিপুল সাহা, খুলনা এরিয়া ম্যানেজার মলয় কান্তি মিত্র, জোন ম্যানেজার হাসান হাফিজুর রহমান, টেরিটোরি ম্যানেজার সৈয়দা তামান্না জাহান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113338 and publish = 1 order by id desc limit 3' at line 1