জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সোনালি আঁশ
প্রশ্ন : পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ- উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে? উত্তর : অস্ট্রেলিয়া। প্রশ্ন : পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রশিল্প কোথায়? উত্তর : হলিউড, আমেরিকা। প্রশ্ন : সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ- উত্তর : মালয়েশিয়া। প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ- উত্তর : ইতালি। প্রশ্ন : প্রধান চা আমদানিকারক দেশ- উত্তর : যুক্তরাষ্ট্র। প্রশ্ন : মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল? উত্তর : ১৯৭৩ সালে। প্রশ্ন : আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী? উত্তর : দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন : ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে? উত্তর : ১৮৬১ সালে।