শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষার্থীরা পাচ্ছেন প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাড্রেস

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর হলেও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় আইসিটি সেল। ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ই-মেইল অ্যাড্রেস এড়ড়মষব-এর এ-ঝঁরঃব ভড়ৎ ঊফঁপধঃরড়হ-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, গুগল মিটসহ এ-ঝঁরঃব-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। সেখানে আরও বলা হয়, 'প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট একজন করে 'ই-মেইল অ্যাডমিন' মনোনয়ন প্রদান এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে প্রেরণ করবে। এরপর শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা হবে।' এদিকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। প্রাতিষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112376 and publish = 1 order by id desc limit 3' at line 1