রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গ্রিন ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
গ্রিন ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা
গ্রিন ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা

দেশের সরকারি ও বেসরকারি মোট ৫১টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা 'ব্যাটল অব ব্রেইন' অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর গ্রিন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৬৭৪ জন শিক্ষার্থীকে হারিয়ে ২০ হাজার ৪২ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হয় বুয়েটের ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাকি ইয়াসির। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির রাকিবুর অয়ন (ইইই বিভাগ, ৩য় বর্ষ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ইইই, ১ম বর্ষ) অনিক মাহমুদ। এই দুই শিক্ষার্থীর যথাক্রমে ১৯ হাজার ৪৬৩ ও ১৯ হাজার ২৪৭ স্কোর অর্জন করে। প্রতিযোগিতা শীর্ষ ১০-এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী হিসেবে নবম স্থান অধিকার করে গ্রিন ইউনিভার্সিটির হাসিবুল হাসান রহিম। বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে