logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ১০ আশ্বিন ১৪২৭

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়   ১৩ আগস্ট ২০২০, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
লালন শাহ
মানবধর্ম

১। লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৭৬৬

খ. ১৭৬৯

গ. ১৭৭২

ঘ. ১৭৭৫

সঠিক উত্তর : গ. ১৭৭২

২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. ঝিনাইদহে

খ. যশোর

গ. কুষ্টিয়া

ঘ. খুলনা

সঠিক উত্তর : ক. ঝিনাইদহে

৩। লালনের রচিত গানের সংখ্যা কত?

ক. শতাধিক

খ. সহস্রাধিক

গ. পাঁচ শতাধিক

ঘ. লক্ষাধিক

সঠিক উত্তর : খ. সহস্রাধিক

৪। লালন শাহ কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৮৮০

খ. ১৮৮৮

গ. ১৮৯০

ঘ. ১৮৯৫

সঠিক উত্তর : গ. ১৮৯০

৫। লালন শাহ কোথায় মৃতু্যবরণ করেন?

ক. ঝিনাইদহে

খ. যশোর

গ. কুষ্টিয়া

ঘ. খুলনা

সঠিক উত্তর : ক. ঝিনাইদহে

৬। 'গঙ্গার পানি' কাদের কাছে পবিত্রতার প্রতীক?

ক. মুসলমানদের

খ. হিন্দুদের

গ. বৌদ্ধদের

ঘ. খ্রিস্টানদের

সঠিক উত্তর : খ. হিন্দুদের

৭। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?

ক. হিন্দুধর্ম

খ. মুসলিম ধর্ম

গ. মানবধর্ম

ঘ. সংসারধর্ম

সঠিক উত্তর : গ. মানবধর্ম

৮। 'মানবধর্ম' কবিতাটির কবি কে?

ক. কায়কোবাদ

খ. সত্যেন্দ্রনাথ দত্ত

গ. লালন শাহ

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : গ. লালন শাহ

৯। লালন শাহের 'মানবধর্ম' কোন জাতীয় রচনা?

ক. কবিতা

খ. ছড়া

গ. পদ্য

ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : ক. কবিতা

১০। সিরাজ সাঁই কে ছিলেন?

ক. কবি

খ. সাধক

গ. গায়ক

ঘ. সুরকার

সঠিক উত্তর : খ. সাধক

১১। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?

ক. প্রকৃতিপ্রেম ও মানবচেতনা

খ. স্বদেশপ্রেম ও মানবতাবাদ

গ. অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

ঘ. অমৃতলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা

সঠিক উত্তর : গ. অধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা

১২। লালন শাহ ছিলেন-

ক. প্রাচীন যুগের কবি

খ. আধুনিক যুগের কবি

গ. মরমি কবি

ঘ. প্রকৃতির কবি

সঠিক উত্তর : গ. মরমি কবি

১৩। মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করে?

ক. টাকাওয়ালা হওয়াকে

খ. জাতের মর্যাদাকে

গ. নামে বড় হওয়াকে

ঘ. কাজে বড় হওয়াকে

সঠিক উত্তর : খ. জাতের মর্যাদাকে

১৪। যে কোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?

ক. ধর্মপ্রধান

খ. নামপ্রধান

গ. পদবিপ্রধান

ঘ. মনুষ্যপ্রধান

সঠিক উত্তর : ঘ. মনুষ্যপ্রধান

১৫। কবি তার কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?

ক. হিন্দুধর্ম

খ. মুসলমানধর্ম

গ. মানবধর্ম

ঘ. লালনধর্ম

সঠিক উত্তর : গ. মানবধর্ম

১৬। 'মানবধর্ম' কবিতায় লালন শাহ 'জল' শব্দটি কতবার ব্যবহার করেছেন?

ক. ১

খ. ৩

গ. ৪

ঘ. ৫

সঠিক উত্তর : খ. ৩

১৭। লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?

ক. ছন্দের মাধ্যমে

খ. গানের মাধ্যমে

গ. দর্শনের মাধ্যমে

ঘ. প্রশ্ন করার মাধ্যমে

সঠিক উত্তর : গ. দর্শনের মাধ্যমে

১৮। কবিতার প্রধান বাহন কী?

ক. অনুকরণ

খ. ভাব সৌন্দর্য

গ. ভাষা

ঘ. মন্তব্য

সঠিক উত্তর : খ. ভাব সৌন্দর্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে