logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ১০ আশ্বিন ১৪২৭

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ১৩ আগস্ট ২০২০, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
উদ্ভিদ পানি ছাড়া বাঁচে না
১। প্রাণী ও উদ্ভিদ - ছাড়া বাঁচে না।

উত্তর : পানি

২। উদ্ভিদের পাতায় - কণিকা রয়েছে।

উত্তর : সবুজ

৩। উদ্ভিদের সবুজ কণিকার নাম -।

উত্তর : ক্লোরোফিল

৪। জড় পরিবেশ নানাভাবে - জীবধারণকে প্রভাবিত করে।

উত্তর : জীবের

৫। - উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।

উত্তর : ক্লোরোফিল

৬। ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে - প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।

উত্তর : সালোকসংশ্লেষণ

৭। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও - বায়ুতে ছাড়ে।

উত্তর : অক্সিজেন

৮। প্রাণী অক্সিজেন - করে থাকে।

উত্তর : গ্রহণ

৯। প্রাণীর মলমূত্র মাটির - বৃদ্ধি করে।

উত্তর : উর্বরতা

১০। কীটপতঙ্গ, পাখির মাধ্যমে উদ্ভিদের - ঘটে।

উত্তর : পরাগায়ন

১১। শক্তির প্রধান উৎস -।

উত্তর : সূর্য

১২। প্রাণী তার খাদ্যের জন্য - ওপর নির্ভরশীল।

উত্তর : উদ্ভিদের

১৩। ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় -।

উত্তর : প্রাণী

১৪। অনেক - যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।

উত্তর : খাদ্যশৃঙ্খল

১৫। উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাহায্যে - থাকে।

উত্তর : বেঁচে

১৬। উদ্ভিদ ও প্রাণীর - জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর : বেঁচে থাকার

১৭। পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে - ওপর নির্ভরশীল।

উত্তর : উদ্ভিদের

১৮। - উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

উত্তর : সবুজ

১৯। অনেক - মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

উত্তর : প্রাণীর

২০। উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও - সহ বেঁচে থাকার অনেক জিনিস পাই।

উত্তর : ওষুধ।

২১। জনসংখ্যা - পাওয়ার কারণে পরিবেশের বিভিন্ন সমস্যা হয়।

উত্তর : বৃদ্ধি

২২। বায়ুদূষণ মানুষের - ওপর প্রভাব ফেলে।

উত্তর : স্বাস্থ্যের

২৩। ইটের ভাটায় ইট পোড়ানোর কারণে - দূষিত হয়।

উত্তর : বায়ু

২৪। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য জমিতে - প্রয়োগ করা হয়।

উত্তর : রাসায়নিক সার

২৫। নদীর পানিকে দূষিত করছে -।

উত্তর : কীটনাশক

২৬। অতিরিক্ত রাসায়নিক সার মাটির - নষ্ট করে।

উত্তর : উর্বরতা

২৭। - মাটিতে পচে না।

উত্তর : পলিথিন

২৮। গাড়ির হর্ন বাজালে - হয়।

উত্তর : শব্দদূষণ

২৯। উচ্চ আওয়াজ মানুষের - ক্ষতি করে।

উত্তর : কানের

৩০। মানুষের বাড়তি প্রয়োজনে কাটা হয় -।

উত্তর : বনজঙ্গল

৩১। শহর অঞ্চলে গড়ে উঠছে - বস্তি।

উত্তর : অস্বাস্থ্যকর

৩২। পরিবেশ ঠিক রাখতে নদী-নালা - বন্ধ করতে হবে।

উত্তর : ভরাট

৩৩। - কারণে জেনারেটর চলে।

উত্তর : লোডশেডিংয়ের

৩৪। অপরিকল্পিত কলকারখানা - করা যাবে না।

উত্তর : তৈরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে