logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ৭ আশ্বিন ১৪২৭

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ০৫ আগস্ট ২০২০, ০০:০০  

নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু ৯ আগস্ট

নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু ৯ আগস্ট
নটর ডেম কলেজে ভর্তির আবেদন শুরু হওয়ার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। রাজধানীর নটর ডেম কলেজ বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, আগামী ৩ আগস্ট ভর্তির বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী ৯ আগস্ট প্রথম প্রহর থেকেই নির্ধারিত ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.িসপধসঢ়ঁং-ধফসরংংরড়হ.ড়হষরহব/হফপ/) বা নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে (িি.িহড়ঃৎবফধসবপড়ষষবমবথফযধশধ.পড়স) ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে