পাঠক মত
আতঙ্কিত নাম কিশোর গ্যাং
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বর্তমান বাংলাদেশের অপরাধ জগতের এক আতঙ্কিত নাম কিশোর গ্যাং। ঢাকা ও ঢাকার বাইরে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে উঠতি বয়সি কিছু কিশোর। স্কুল-কলেজের গন্ডি পার হওয়ার আগেই কিশোরদের একটি অংশের বেপরোয়া আচরণ এখন পাড়া মহলস্নায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে নতুন কৌশলে কিশোর-তরুণ গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। প্রতিদিনই তাদের অপরাধমূলক কর্মকান্ড নিয়ে অভিযোগ উঠছে। সম্প্রতি রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে দুজনকে কুপিয়ে মারাত্মক জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্যানুযায়ী গত বছরের এপ্রিলের আগে রাজধানীতে অন্তত ১২৭টি কিশোর-তরুণ গ্যাং সক্রিয় ছিল। দেশের সর্বত্র কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ব্যাপক বেড়েছে। হত্যা, ছিনতাই, ডাকাতিসহ অর্থের বিনিময়ে ভাড়াটে অপরাধী হিসেবে তারা কাজ করছে। সরকার পরিবর্তনের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, পেশাদার খুনিসহ বেশ কয়েকজন ভয়ংকর অপরাধী জামিনে বের হয়েই নিজ নিজ অপরাধের সাম্রাজ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং বা সন্ত্রাসী এই গোষ্ঠীগুলো
তৈরি হলো কেন? কেনই বা তারা এত ভয়ংকর হয়ে উঠেছে? বিশেষজ্ঞরা বলছেন, সমাজে নানা অসঙ্গতি রয়েছে। নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে যা”েছ কিশোররা। তাই এই বিষয়গুলো আমলে নিয়ে কিশোর গ্যাংকে রুখতে যথাযথ উদ্যোগ অব্যাহত থাকুক।
ওসমান গনি
সাংবাদিক ও কলামিস্ট