কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু কৃষকেরাই বেশি অবহেলিত। একজন কৃষক অতি স্বল্পমূল্যে তার উৎপাদিত পণ্য বিক্রি করে। একজন পাইকারি বিক্রেতা তার থেকে বেশি লাভবান হলেও সর্বোচ্চ লাভবান হয়ে থাকে তৃতীয় একটি মহল। এই তৃতীয় মহলকে নির্মূল করা অত্যন্ত জরুরী। অন্যথা, কৃষকরা তাদের কাজের প্রতি যে পরিমাণে আগ্রহ হারাচ্ছে একটা সময় এসে দেখা যাবে খুব স্বল্প সংখ্যক কৃষক অবশিষ্ট আছে। ফলস্বরূপ, বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশের অর্থনীতিতে নামবে বিশাল ধস। সুতরাং, কর্তৃপক্ষের উচিত কৃষকের নায্য অধিকার নিশ্চিত করতে এখন থেকেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
আদৃতা ইশরাত আভা
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চিকিৎসাসেবার মান উন্নত করতে হবে
বাংলাদেশের স্বাস্থ্যসেবা বাণিজ্যিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিকিৎসার মান উন্নত করার কথা থাকলেও সেখানে আমাদের দেশে তা ব্যাহত হচ্ছে। অনিয়ম ও অব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ দেশের হাসপাতাল ও চিকিৎসাসেবার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সঠিক রোগ নির্ণয় না হওয়াসহ অন্তত ২১ কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অনেকে আস্থা রাখতে পারছেন না। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ১৯টিরও বেশি দেশে প্রতিবছর চিকিৎসা নিতে যাচ্ছেন ৮ লাখেরও বেশি মানুষ। সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রবণতাকে কমানোর জন্য দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। রোগীদের এই বিদেশ মুখাপেক্ষিতা রোধে সরকারকে দ্রম্নত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোতে সাশ্রয়ী সেবার সঙ্গে চিকিৎসা পর্যটন খাতকেও সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। এছাড়া একটি জাতীয় বিমা স্কিম তৈরি করতে হবে, যাতে জটিল সার্জারি ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসহ সব চিকিৎসাসেবা দেওয়া সম্ভবপর হয়। এতে মানুষ বিদেশে যাওয়ার চেয়ে দেশে চিকিৎসা গ্রহণে আগ্রহী হয়ে উঠবে। প্রকৃত অর্থে দেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো এবং মান উন্নয়ন দরকার। জটিল রোগ নির্ণয় করার ক্ষমতা বাড়াতে আধুনিক চিকিৎসা সরঞ্জামাদির জোগান নিশ্চিত করতে হবে। দেশের প্রধান শহরগুলোতে বিশ্বমানের হাসপাতাল তৈরি করা দরকার। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণের যে প্রভাব রয়েছে, সে প্রভাব থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে। চিকিৎসাখাতকে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে।
ওসমান গনি
সাংবাদিক ও কলামিস্ট