চট্টগ্রাম নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা কাটগড়-পতেঙ্গা। এই এলাকায় অবস্থিত বহু ডিপো,তেল ফ্যাক্টরি, অফিস, স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। তাছাড়া সী-বিচ, নেভাল যাওয়ার অন্যতম পথ হিসেবে ব্যবহার হয় এই পথ। দিনের বেলায় যাতায়াতে সমস্যা দেখা না দিলেও রাত্রে এ রাস্তা ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। এলাকার বিভিন্নস্থানে গর্ত থাকায় আঁধারের কারণে রাস্তার খোঁড়া গর্তগুলো দেখা যায় না। তাছাড়া ওয়াসা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জেরে প্রায়শই রাস্তা কাঁটাছেড়া করা হয়। কিন্তু সঠিকভাবে রাস্তার সংস্কার কাজও করা হয় না। দিনের বেলায় সমস্যা পেরিয়ে কোনোভাবে চলাচল করলে ও রাতে তা কঠিন হয়ে দাঁড়ায়। যার ফলে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
বিভিন্নস্থানে রাস্তার পাশে অল্প সংখ্যক ল্যাম্পপোস্ট দেখা গেলেও তা অকার্যকর। ল্যাম্পপোস্টে বাতির অভাবে সম্পূর্ণ রাস্তা অন্ধকার থাকে; ফলে স্থানীয় বাসিন্দারা তো আছেই সাথে নতুন আগমন ঘটে এমন মানুষদের ও ভোগান্তিতে পড়তে হয়। কাটগড়-পতেঙ্গার বিভিন্ন এলাকায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন ও সঠিকভাবে তা রক্ষণাবেক্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।