বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হাস্য - রস

  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাস্য - রস

এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু'হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষে ভাড়াটিয়া লেখকদের দিয়ে লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তার একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছ?

ছেলে : বাবা, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে