পাঠক মত
বায়ুদূষণ :কারণ, ক্ষতি ও প্রতিকার
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মো. তাহাসিনুল ইসলাম শিক্ষার্থী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বায়ু দূষণ হল বাতাসে ক্ষতিকর গ্যাস, ধূলিকণা ও রাসায়নিক পদার্থের উপস্থিতি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রধান কারণগুলোর মধ্যে শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড় এবং কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার উলেস্নখযোগ্য। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি ও চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বিশেষ করে ঢাকা শহর বায়ু দূষণের শীর্ষ তালিকায় রয়েছে, যেখানে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ডের চেয়ে অনেক বেশি। বিশ্বব্যাপী প্রতি অসংখ্য মানুষের অকালমৃতু্যর জন্য এটি দায়ী। এছাড়া, বায়ু দূষণ গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে, যার ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়া দেখা দিচ্ছে। দূষণ রোধে ব্যক্তি পর্যায়ে গণপরিবহন ব্যবহার, গাছ লাগানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও পস্নাস্টিক বর্জ্য কমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর পরিবেশ নীতি, সবুজ নগরায়ণ, কলকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ ও দূষণমুক্ত প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা নিতে হবে। সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মো. তাহাসিনুল ইসলাম
শিক্ষার্থী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়