শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

হাস্য - রস

  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাস্য - রস

বৃদ্ধ বাবার ছেলে জেলে বন্দি। বাবা ছেলেকে জেলে চিঠি লিখলেন, 'আমার অনেক বয়স হয়েছে। এত বড় জমিতে চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।'

ছেলে : 'তুমি ওই জমি খুঁড়তে যেও না। জমিতে আমি আমার সব চোরাই মাল লুকিয়ে রেখেছি।

পরের দিন কয়েক জন পুলিশ গিয়ে পুরো জমি খুঁড়ে ফেলল। কিন্তু কিছুই পেল না। ছেলে আবার তার পরের দিন বাবাকে চিঠি লিখল, 'বাবা, আমি জেলে থেকে তোমার জন্য এতটুকুই সাহায্যই করতে পারলাম। এখন শুধু বীজ লাগিয়ে দিও।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে