হাস্য - রস

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
সংসার সুখের করা যায় সে বিষয়ে স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রশিক্ষক বললেন- প্রশিক্ষক : যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে- এক স্বামী : তবে কী? প্রশিক্ষক : এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই। এক স্বামী : কেন? প্রশিক্ষক : স্বামীর কথা আসলে কোনো স্ত্রীই ঠিকমতো শোনেন না। এক স্বামী : তাহলে কী করার আছে? প্রশিক্ষক : সব সময় স্ত্রীর কথাই মেনে নেবেন।