পাঠক মত
বিশ্বাস, দায়িত্ব ও ভালোবাসা
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মরিয়ম খানম সেতু
জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সম্পর্ক। সম্পর্ক এক মধুর বন্ধন, যা মানুষের জীবনে অনাবিল সুখ-শান্তি এনে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর সম্পর্কের অবদান রয়েছে। সুন্দর সম্পর্ক হলো, সফলতার গোপন মন্ত্র। একজন বিশ্বস্ত, দায়িত্ববান মানুষ তার সঙ্গীর সুখে-দুঃখে পাশে থাকে। বিপদে ভরসা দেয়। জীবনের অন্তিম নিঃশ্বাস অবধি একে অপরকে আগলে রাখে। সুন্দর সম্পর্কের আদর্শ সূত্র হলো: বিশ্বাস, দায়িত্ব ও ভালোবাসা। দায়িত্ববোধ হলো সম্পর্কের মূল ভিত্তি। যখন আমরা প্রিয়জনের প্রতি দায়িত্বশীল হই, তখন সম্পর্ক মজবুত হয়। বিশ্বাস হলো সম্পর্কের চালিকাশক্তি। পারস্পরিক বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। আর অফুরন্ত ভালোবাসা থেকে একে অপরকে বোঝার মানসিকতা গড়ে ওঠে। ভালোবাসাই আমাদেরকে সম্পর্কের জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করতে শেখায়। এ গুণগুলোর সমন্বয়ে প্রিয়জন হয়ে ওঠে আদর্শ জীবনসঙ্গী। সঙ্গীর সহযোগিতা ও অনুপ্রেরণা মানুষকে জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস দেয়। আর স্বামী-স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক থাকলে তবেই মিষ্টি পরিবার গঠন সম্ভব হয়। আর পারিবারিক সৌন্দর্যই, মূলত সমাজে শান্তি ছড়িয়ে দেয়। যে সমাজের প্রতিটি পরিবার হাসিখুশি থাকে সে সমাজে কলহ-দাঙ্গার সম্ভাবনা কম থাকে। টাকা পয়সা সম্পর্ককে সুন্দর রাখতে সহায়ক। তবে সম্পর্কের ঊর্ধ্বে টাকা আয় করার নেশায় মত্ত হওয়া ঠিক নয়। কারণ অর্থের অভাবের চেয়ে প্রিয়জনের অভাব ভয়ানক। তাই জীবনকে সুন্দর রাখতে হলে সকল বিষয়ের সামঞ্জস্য রেখে, সম্পর্ককে সঠিকভাবে চালনা করতে হবে। সম্পর্কে থাকা বিপরীত জনকে সম্মান করুন, সময় দিন, আন্তরিক থাকুন- তবেই জীবনের প্রতিটি দিন সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে।
মরিয়ম খানম সেতু
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ