পাঠক মত

শিক্ষকদের যথাযথ বেতন নিশ্চিত করা সময়ের দাবি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

রিফাত রহমান
শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষকরাই এই মেরুদন্ডের রূপকার। কিন্তু দুঃখজনকভাবে, বাংলাদেশে অনেক শিক্ষক তাদের প্রাপ্য সম্মান এবং ন্যায্য বেতন থেকে বঞ্চিত। আর্থিক অনিশ্চয়তার কারণে তাদের পেশাগত জীবন এবং মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণ করেন না, তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা দেন। কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় আজও অনেক শিক্ষক অপ্রতুল বেতন পাচ্ছেন। বিশেষ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেতন বৈষম্য দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু শিক্ষকদের জীবনমানের ওপর প্রভাব ফেলছে না, বরং শিক্ষার সামগ্রিক মানেও নেতিবাচক প্রভাব ফেলছে। এমন অবস্থায় শিক্ষকদের ন্যায্য বেতন নিশ্চিত করা সময়ের অপরিহার্য দাবি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত না করলে শিক্ষার গুণগত মান বজায় রাখা সম্ভব নয়। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও বেতন নিশ্চিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুনির্মল শিক্ষা নিশ্চিত করা। এটি একধরনের দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগ। রিফাত রহমান শিক্ষার্থী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়