বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
পাঠক মত

মেধাবীদের দেশত্যাগ বন্ধ হোক

মুরশিদ আলম
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মেধাবীদের দেশত্যাগ বন্ধ হোক

উচ্চমাধ্যমিক অতিক্রম করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে মেধাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু স্নাতক শেষ হওয়ার আগেই অনেকের লক্ষ্য পরিবর্তিত হয়ে যায়। মেধাবীরা বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে ছুটে চলে, আর তাদের পরিবারও এতে উৎসাহ দেয়। এর প্রধান কারণ হলো- দেশে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সংকট। অথচ এই মেধাবীরাই গবেষণা করে যে প্রযুক্তি ও পণ্য আবিষ্কার করেন, সেগুলো আমরা পরে বিদেশ থেকে আমদানি করি। মেধাবীদের জন্য গবেষণার সুযোগ তৈরি করা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়োপযোগী সিদ্ধান্ত নিলে, মেধাবীরা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মুরশিদ আলম

শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে