পাঠক মত

সড়ক দুর্ঘটনা বন্ধে সচেতনতা দরকার

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

ওসমান গনি
বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এক আতঙ্কের নাম। সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে দেশের কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনায় মৃতু্যর খবর। সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সময় সভা সমাবেশ করে প্রতিবাদ করলেও সুফল মেলেনি। সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছর ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এমন তথ্য উলেস্নখ করা হয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কে দুর্ঘটনা বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ, মৃতু্য বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ, আর আহতের সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ৭৩ শতাংশ। গত বছর রেলপথেও ৪৯৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১২ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়েছেন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে মোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন বলেও যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি। গণ-অভু্যত্থানের সুফল পরিবহন খাতে নিশ্চিত করতে হবে। ওসমান গনি সাংবাদিক ও কলামিস্ট