স্মরণীয়-বরণীয়

আতাউর রহমান খান খাদিম

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
আতাউর রহমান খান খাদিম (১ ফেব্রম্নয়ারি, ১৯৩৩-২৬ মার্চ, ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী। খান খাদিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে ১৯৫৩ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৫৪ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন এবং পশ্চিম জার্মানির গোটিনজেন বিশ্ববিদ্যালয় থেকে কোয়ান্টাম থিওরি বিষয়ে পিএইচডি করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যার সূত্র ধরে ২৬ মার্চ সকালে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুলস্নাহ হলে এবং হত্যা করে শহীদুলস্নাহ্‌ হলের তৎকালীন মেধাবী এই আবাসিক শিক্ষককে। আতাউর রহমান খান খাদিমের পিতার নাম দৌলত আহমদ খাদিম এবং মাতার নাম আঞ্জুমান নিসা। তিনি ১৯৩৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার খড়মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী খান খাদিম ১৯৪৮ ব্রাহ্মণবাড়িয়ার জর্জ এইচ স্কুল থেকে প্রথম শ্রেণিতে মেট্রিকুলেশন এবং ১৯৫০ সালে ঢাকা কলেজ হতে ঢাকা বোর্ড হতে প্রথম শ্রেণিতে ১১তম স্থান নিয়ে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন সম্মান শ্রেণিতে। তত্ত্বীয় পদার্থবিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স এর ওপর আগ্রহ থাকায় খান খাদিম কোয়ান্টাম থিওরির ওপর পিএইচডি করতে যান পশ্চিম জার্মানির গোটেনজেন বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৬০ সালে ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পারমাণবিক পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৫১ থেকে ৩০ জুন, ১৯৫৬ সাল পর্যন্ত পাকিস্তানের ফিলিপস ইলেক্ট্রিক্যাল কোম্পানিতে এক্স-রে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে খান খাদিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ১৯৬৩ সালের ২০ অগাস্টে অস্থায়ী প্রভাষক পদে যোগ দেন। একই বছরের ৬ সেপ্টেম্বর একই বিভাগে বিভাগীয় ফেলো হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ১৯৬৫ সালের ৫ ডিসেম্বর পদার্থবিজ্ঞান বিভাগের স্থায়ী প্রভাষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন।