দুর্নীতি একটি দেশ ও জাতির অগ্রযাত্রায় প্রধান বাধা। বর্তমানে দেশ ও সমাজে একটি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে দেশের প্রতিটি স্তরে দুর্নীতি একটি অভিশাপ হিসেবে বিস্তার লাভ করেছে। দুর্নীতি শুধু একটি দেশের সরকারি কার্যক্রম পরিচালনায় নয়, বরং প্রতিটি সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে।
দুর্নীতি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অবক্ষয়, মানুষের মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করে। সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রে রয়েছে দুর্নীতির বিস্তার। দুর্নীতির কারণে একদিকে উন্নয়ন প্রকল্প ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অবৈধ সুবিধাভোগীরা আরও শক্তিশালী হচ্ছে।
আমরা তরুণরা বর্তমান সমাজ ও দেশের সব থেকে বৃহৎ শক্তিশালী এবং উদ্যমী অংশ। তরুণ প্রজন্ম হিসেবে আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারি এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারি, তবে দেশের সব স্তরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তরুণ প্রজন্ম হিসেবে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি, একতা বৃদ্ধি করতে পারলে দুর্নীতি নির্মূলে আমরা একধাপ সামনে এগিয়ে যাব।
আমরা বর্তমান তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ বিভিন্ন সামাজিক মাধ্যমের দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত। ফলে সামাজিক মাধ্যম ব্যবহার করে জনগণকে দুর্নীতি সম্পর্কে সচেতন করা, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারি। জুলাই বিপস্নব আমাদের সামনে তার একটি বড় উদাহরণ।
১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভু্যত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ- সব ক্ষেত্রে এ দেশের তরুণ প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং মাতৃভূমির প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে।
শুধুমাত্র পরাধীন বাংলাদেশে নয়, ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশে তৈরি হওয়া রাজনৈতিক বিভিন্ন সংকট ও স্বৈরাচার পতনের আন্দোলনে সবসময় এ দেশের তরুণরাই নেতৃত্ব দিয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্ম হিসেবে আমাদের প্রয়োজন একসঙ্গে মিলিত হয়ে আমাদের শক্তি আরও বেশি বৃদ্ধি করা। আমরা ছাত্র-যুবকরা যদি আমাদের উদ্যম এবং শক্তিকে দুর্নীতির বিরুদ্ধে একত্রিত করতে পারি, তবে আমরা দেশের রাজনৈতিক নেতা এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চাপ প্রয়োগ করতে পারব। তারুণ্যের একতা শুধু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করবে না, বরং সমাজে এক নতুন ধারা সৃষ্টি করবে, যেখানে ন্যায় ও নৈতিকতা প্রাধান্য পাবে।
সামাজিক পরিবর্তন এবং দেশের উন্নয়নের জন্য দুর্নীতি নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়, এটি নির্মূলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সক্রিয় হতে হবে।
তরুণ হিসেবে আমাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে একতা গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য একটি নতুন ভবিষ্যৎ তৈরিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ জন্য আমাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, সততা বৃদ্ধি করতে হবে, যাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে একটি ন্যায্য সমাজ গড়ে তুলতে পারি।
মো. মুজাহিদুল ইসলাম
সম্মান প্রথম বর্ষ
\হরাজশাহী কলেজ