হাস্য - রস
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
শিক্ষক :পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বলো তো?
ছাত্র :ভালস্নুক, স্যার।
শিক্ষক :কেন?
ছাত্র : আমার বাবা একটা ভালস্নুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভালস্নুকের আয়তন দু' ইঞ্চি করে বেড়ে যাচ্ছে!