হাস্য - রস
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ডাক্তার : হয়েছেটা কী বলুন তো? চিৎকার করছেন কেন?
মিসেস রতন : চিৎকার করব না কি হাসব? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।
ডাক্তার : আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আর আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?
মিসেস রতন : অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। কিন্তু এখন অন্য রকম লাগছে, তাই।
ডাক্তার :চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফলভাবেই হয়েছে।