হাস্য - রস

প্রকাশ | ২০ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ছেলে: বাবা, জানো, আজ কেমিস্ট্রি ক্লাসে কী হয়েছে? বাবা : বলো। ছেলে : কেমিস্ট্রি প্র্যাকটিকেল করার সময় আমাদের ভুলের জন্য একটা বিকট বিস্ফোরণ হয়েছে। বাবা : নিশ্চয়ই তোমাদের কেমিস্ট্রি শিক্ষক তোমাদের খুব বকা দিয়েছেন? ছেলে : না বাবা, তিনি বিস্ফোরণের খুব কাছে ছিলেন!