পাঠক মত
গোপনে আড়ি পেতে কেউ ব্যক্তিগত তথ্য নিচ্ছে কিনা যাচাই করুন
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
মেহেরাব হোসেন রত্ন
মোবাইল ফোন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিটিআরসির তথ্যমতে, ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে তথ্য নিরাপত্তার অভাব ক্রমবর্ধমান হয়ে উঠেছে। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করি, তবে অনেকেই জানেন না যে, এই তথ্যগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। অনেকে হয়ত আমাদের অজান্তেই বিভিন্ন পদ্ধতিতে আমাদের ডেটা, কল, ভয়েস এবং এসএমএস'র মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এ ধরনের তথ্য হাতিয়ে নেওয়া ডিজিটাল জগতে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কীভাবে আমরা এই সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে পারি? প্রথমে আমাদের সচেতন হতে হবে। মাঝে মধ্যে যাচাই করা উচিত, কেউ আমাদের ফোনে আড়ি পেতে কোনো তথ্য নিচ্ছে কিনা। এ জন্য আমরা ফোনের ডায়াল অপশনে গিয়ে *#২১# ডায়াল করতে পারি। এটি আমাদের দেখাবে, কল, ভয়েস, এসএমএস এবং অন্যান্য বিষয়াদি ফরওয়ার্ড করা আছে কিনা। যদি দেখা যায়, ফরওয়ার্ডিং সক্রিয় আছে, তাহলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করতে ##০০২# ডায়াল করা উচিত। এই পদ্ধতি আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য প্রাথমিক একটা পদক্ষেপ। এ ছাড়া পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধুদেরও এ বিষয়ে সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে তারা নিজেদের তথ্যের সুরক্ষা নিয়ে সচেতন হবে এবং প্রাথমিক ঝুঁকি এড়িয়ে যেতে পারবে।
মেহেরাব হোসেন রত্ন
শিক্ষার্থী, ঢাকা কলেজ