ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। ইলিশ আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। ইলিশ ব্যতীত বাঙালি পহেলা বৈশাখ উদযাপন কল্পনা করতে পারে না। পৃথিবীর মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ শতাংশ উৎপাদন বাংলাদেশে হলেও বর্তমান চাহিদা অনুযায়ী ইলিশ মাছ সরবরাহে সংকট লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন ইলিশের মূল্য মধ্য ও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে কালোবাজারির মাধ্যমে দেশ থেকে ইলিশ পাচার হওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। নদীগুলোতে মা ইলিশের সুরক্ষায় এবং প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে বিগত বছরের মতো এই বছরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গিয়েছে, মা ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা প্রদান করলেও কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ সংগ্রহ করে থাকে, যা ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের জন্যে বড় বাধা। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রশাসনের অপর্যাপ্ত পদক্ষেপের ফলে অসাধু জেলেদের মা ইলিশ সংগ্রহ থেকে বিরত রাখা যাচ্ছে না। এমতাবস্থায়, ইলিশ সম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করত কালোবাজারি রোধ করে ইলিশ সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং তদসংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি।
নাঈমুর রহমান সুজন
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়