মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সেনার্ যাবের পোশাকে ডাকাতি কঠোর পদক্ষেপ নিন

  ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০
সেনার্ যাবের পোশাকে ডাকাতি কঠোর পদক্ষেপ নিন

কোনোভাবেই আমাদের সমাজ যেন আলোর দিকে অগ্রসর হতে পারছে না। বর্বরতা নিষ্ঠুরতা অমানবিকতা চুরি ছিনতাই ডাকাতিসহ নানা অপরাধ আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে। সামাজিক অসহিষ্ণুতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার কারণেই মূলত এমনটি হচ্ছে। রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা না থাকলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে এটাই স্বাভাবিক, যার কারণে সামাজিক অবক্ষয় ও অপরাধ এত চরমে পৌঁছেছে।

সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ওর্ যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসায় ঢুকে '৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার' লুট করেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ব্যবসায়ী 'আবু কোম্পানি'র বলে পরিচিত হলেও ওই ব্যক্তির নাম আবু বকর। মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিন তলায় আবু বকরের ফ্ল্যাটে যায়।র্ যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে। সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই, তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে কোনোরকম প্রতিকারহীনভাবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।

চারদিকে যে সামাজিক অবক্ষয় চলছে এর কি কোনো প্রতিষেধক নেই? যারা সমাজকে, রাষ্ট্রকে পদে পদে কলুষিত করছে, সমাজকে ভারসাম্যহীন ও দূষিত করে তুলছে, সমাজের মানুষের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজের অনেকেই ছিনতাই, অপহরণ চাঁদাবাজিসহ বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। কেউ কেউ খুন ও ধর্ষণের মতো, ডাকাতির মতো অমানবিক এবং সমাজবিরোধী কাজেও জড়িয়ে পড়ছে। কেউবা হয়ে পড়ছে নানা ধরনের মাদকে আসক্ত। অনেকেই আইন নিজেরে হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যা করছে।

আসলে আমরা আজ যে সমাজে বাস করছি সে সমাজ আমাদের নিরাপত্তা দিতে পারছে না, এমনকি যে রাষ্ট্রে বাস করছি সে রাষ্ট্রও নিরাপত্তাদানে অপারগ। আমরা নানারকম সামাজিক এবং রাষ্ট্রিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছি। পা পিছলে ক্রমান্বয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছি।

সামাজিক মূল্যবোধ তথা ধৈর্য, উদারতা, কতর্ব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, শিষ্টাচার সৌজন্যবোধ, নিয়মানুবতির্তা, অধ্যবসায়, নান্দনিক সৃষ্টিশীলতা, দেশপ্রেম, কল্যাণবোধ, পারস্পরিক মমতাবোধ ইত্যাদি নৈতিক গুণাবলি লোপ পাওয়ার কারণেই সামাজিক অবক্ষয় দেখা দেয়। যা বতর্মান সমাজে প্রকট। সামাজিক নিরাপত্তা আজ ভূলুণ্ঠিত, এমনকি ব্যক্তি নিরাপত্তাও প্রশ্নের সম্মুখীন। ব্যক্তিজীবন চরম নিরাপত্তাহীনতার দোলাচলে দুলছে। সরকারের পরিকল্পিত ও কার্যকর উদ্যোগই কেবল পারে, এই দুরবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে