বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস কার্যকর পদক্ষেপ নিন

  ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস কার্যকর পদক্ষেপ নিন

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক। এক্ষেত্রে লক্ষণীয়, এই হার সংস্থাটির আগের পূর্বাভাসের তুলনায় উলেস্নখযোগ্যভাবে কম। জানা যাচ্ছে, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে বলে জানিয়েছে বৈশ্বিক এই দাতা সংস্থাটি। আমরা বলতে চাই, যখন ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার শতাংশ বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিল তখন এটি আমলে নিতে হবে। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসাপেক্ষে সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা।

যখন বিশ্বব্যাংকের পূর্বাভাসে প্রবৃদ্ধি কমে আসার বিষয়টি জানা যাচ্ছে তখন এটাও আমলে নেওয়া দরকার, বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রভাব ফেলেছে। এছাড়া সংস্থাটি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরে এর হার হতে পারে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে। অর্থাৎ গড়ে চার শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মূলত বৃহস্পতিবার প্রকাশিত 'সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট'র অক্টোবর সংখ্যায় এসব তথ্য জানিয়েছে বৈশ্বিক দাতা সংস্থাটি।

আমরা বলতে চাই, সার্বিকভাবে সৃষ্ট পরিস্থিতি আমলে নিতে হবে। এছাড়া লক্ষণীয় যে, বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসের ব্যাপ্তি ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশ পর্যন্ত হওয়া নির্ভরযোগ্য তথ্যের অভাব এবং রাজনৈতিক স্থিতিশীলতার অনিশ্চয়তাকেই প্রতিফলিত করে। ফলে এই বিষয়টি এড়ানো যাবে না। অন্যদিকে প্রতিবেদনে এটাও উলেস্নখ করা হয়েছে, স্বল্পমেয়াদে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশে বিনিয়োগ এবং শিল্প খাতের প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। এছাড়া সাম্প্রতিক বন্যা কৃষি উৎপাদনেও কিছুটা প্রভাব ফেলতে পারে। আমরা মনে করি, এই বিষয়গুলো সামনে রেখে সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ও তার যথার্থ বাস্তবায়নে উদ্যোগ অব্যাহত রাখা। যদিও দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আশাবাদী বিশ্বব্যাংক- এটিও জানা গেছে। বিশেষ করে আর্থিক খাতের সংস্কার, উন্নত ব্যবসায়িক পরিবেশ, দেশীয় সম্পদের আরও বেশি ব্যবহার এবং বর্ধিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে একটি ধীরগতির পুনরুদ্ধার সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। সঙ্গত কারণেই সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণসাপেক্ষে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

উলেস্নখ্য যে, এর আগে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এছাড়া মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও জানিয়েছিল। জানা গিয়েছিল যে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ১ শতাংশে নামিয়ে এনেছে এডিবি। এখন যখন বিশ্বব্যাংকও তাদের পূর্বাভাসে প্রবৃদ্ধির হার কমতে পারে বলে জানা যাচ্ছে, তখন সামগ্রিক বিষয় আমলে নিতে হবে। যদিও বাংলাদেশে প্রবৃদ্ধি কমলেও সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। চলতি বছরে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ, যা তাদের আগে করা পূর্বাভাসের চেয়ে বেশি। এর ফলে এই অঞ্চল অর্থনীতির দিক থেকে বিশ্বের সবচেয়ে দ্রম্নত বর্ধনশীল অঞ্চলে পরিণত হওয়ার ধারা বজায় রাখবে। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের আরও বেশি হারে নিয়ে আসা এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও উদারীকরণ করা হলে এ অঞ্চলে অর্থনৈতিক প্রবদ্ধি জোরদার হবে বলে মনে করে বিশ্বব্যাংক- এমনটিও জানা যাচ্ছে। বলা দরকার, বিশ্ব্যাংকের প্রতিবেদনে এটাও বলা হয়েছে, উন্নত অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশ ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংযোগ স্থাপন করছে। এটি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের মূল উৎসগুলো, যেমন- রপ্তানি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং পোর্টফোলিও বিনিয়োগের ওপর ঝুঁকি কমিয়েছে। ফলে এই বিষয়গুলোকে আমলে নিয়েও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

সর্বোপরি আমরা বলতে চাই, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক- এটি আমলে নিতে হবে। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসাপেক্ষে কার্যকর উদ্যোগও অব্যাহত রাখতে হবে। অন্যদিকে আর্থিক খাতের সংস্কার, উন্নত ব্যবসায়িক পরিবেশ, দেশীয় সম্পদের আরও বেশি ব্যবহার এবং বর্ধিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে একটি ধীরগতির পুনরুদ্ধার সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি- এই দিকগুলোকে সামনে রেখেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে এমনটি কাম্য।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে