আবারও রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে প্রকাশ, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে 'কারিগরি ছাত্র আন্দোলনের' ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। দাবি পূরণে সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় পুরোটাই যানজটে স্থবির হয়ে পড়ে। কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিজয় সরণি উড়ালসড়কে গাড়ি চলেনি বেশ কয়েক ঘণ্টা। এ কারণে সংশ্লিষ্ট অন্যান্য এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে কোনো ধরনের প্রতিকার ছাড়াই। ফলে, নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর এ ভয়াবহ যানজট একদিনে সৃষ্টি হয়নি। সময়মতো পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ক্ষেত্রে ভুল পরিকল্পনায় এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে। ক্রমাগত অপরিকল্পিত নগরায়ণ, ফুটপাত দখল, ট্রাফিক সিগন্যাল মেনে না চলা, ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি, অপ্রশস্ত সড়ক, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল ঢাকাকে যানজটের নগরীতে পরিণত করেছে। মেয়াদোত্তীর্ণ ও মানহীন মিনিবাস, রিকশা, ব্যক্তিগত গাড়ির চলাচল নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে যানজট। একইসঙ্গে ফুটপাত দখল করে হকারের পণ্যের পসরা বসিয়ে দখলদারত্ব, এলোমেলো স্থান থেকে গণপরিবহণে ওঠানামা, রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারের অভ্যাস না থাকা, আইন অমান্য, জরিমানাসহ আইনের যথাযথ প্রয়োগে প্রশাসনের তৎপরতার ব্যর্থতা নগরীর যানজট বৃদ্ধির জন্য দায়ী। যানজট নিরসনে নতুন সরকারের সময়োপযোগী ও সঠিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনতে পারলে সুফল আনা যাবে।
এর আগে আমরা দেখেছি, সড়ক নিরাপত্তায় যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাজের জবাবদিহি ছিল না। দায়িত্ব অবহেলার জন্য কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি। তাই যথেষ্ট পরিমাণে বিনিয়োগ এবং জনবল দিয়েও কাজ আদায় করা সম্ভব হয়ে ওঠেনি।
আমরা মনে করি, সড়কে শৃঙ্খলা নেই অনেক দিন থেকে। সড়কে শৃঙ্খলা ফিরে না এলে কোনোভাবেই যানজট নিরসন করা যাবে না। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে হবে, বাড়াতে হবে গণপরিবহণের সংখ্যা। যেসব সড়ক অপ্রশস্ত, সেসব কীভাবে কম সময়ে প্রশস্ত করা যায় ভাবতে হবে। পাশাপাশি নানা দাবিদাওয়া ও আন্দোলনের কারণে যদি সড়ক অবরোধ করা হয়, তা হলে রাজধানীজুড়ে এর প্রভাব পড়বে এবং যানজট সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব না হলে রাজধানীবাসী আবারও চরম ভোগান্তিতে পড়বে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত উদ্যোগ জরুরি।